করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য, হাসপাতালে ভর্তি স্ত্রী মীরাদেবী

করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য, হাসপাতালে ভর্তি স্ত্রী মীরাদেবী

 

কলকাতা: করোনা আক্রান্ত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ বুদ্ধবাবুর স্ত্রী মীরাদেবীও করোনা পজিটিভ হয়েছে বলে জানা গিয়েছে৷  তাঁকে আপাতত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ মীরাদেবী শ্বাসকষ্টের সমস্যা আগেই ছিল৷ তাঁর শরীরে অক্সিজেন মাত্রা ওঠানামা করছে বলে সূত্রের খবর৷ স্ত্রী হাসপাতালে ভর্তি হলেও বাড়িতেই রয়েছেন বুদ্ধবাবু৷

জানা গিয়েছে, করোনা আক্রান্ত হলেও নতুন করে হাসপাতালে ভর্তি হতে চাননি বুদ্ধবাবু৷ কেননা, গতবছর ডিসেম্বর মাসে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে৷ দীর্ঘ চিকিৎসার পর তাঁকে ছুটি দেওয়া হয়৷ হাসপাতাল থেকে বাড়ি ফেরার ৫ মাসের মাথায় করোনা আক্রান্ত বুদ্ধদেব৷ জানা গিয়েছে, তাঁর শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখে বাড়িতে মজুত করা হয়েছে ৫ মিলিলিটার অক্সিজেন৷ বাড়ি থেকেই চলছে তাঁর চিকিৎসা৷ দীর্ঘদিন ধরেই অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 15 =