কলকাতা: বিধানসভা নির্বাচনে রাজনৈতিক হিংসা এবং মৃত্যুর ঘটনার পুনরাবৃত্তি আর যাতে না হয়, এই আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ প্রাক্তন এডভোকেট জেনারেল৷ ২০২১ এর বিধানসভা নির্বাচনে আর কোনও রাজনৈতিক হিংসা যাতে না ঘটে, কোনও প্রাণ হানির মতো ঘটনা আর না হয়, এই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন রাজ্যের প্রাক্তন এডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায়৷ আগামীকাল শনিবার মামলার শুনানির সম্ভাবনা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে৷
অন্যদিকে, শীতলকুচিকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে মামলা দায়ের করছেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী৷ সিবিআই অথবা বর্তমান বিচারপতির নেতৃত্বে তদন্তের দাবিতে মামলা দায়ের হয়েছে৷ পাশাপাশি আর্থিক সাহায্যের দাবিতে মামলা দায়ের করেছেন মামলাকারী অধীর রঞ্জন চৌধুরী ও আইনজীবী মইদুল ইসলাম৷ শীতলকুচির ঘটনায় ইতিমধ্যেই CID তদন্ত রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট৷ শীতলকুচির গুলি চালানোর ঘটনায় ক্ষতিপূরণ ও তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়৷ মামলায় রাজ্য জানিয়েছে, এই ঘটনায় দুটি FIR হয়েছে৷ একটি সিয়াইএসএফ ও একটি তৃণমূল করেছে৷ তদন্তে এখনও পর্যন্ত কী উঠে এসেছে, সেটা জানাতে হবে আগামী ৫ মে’র মধ্যে৷ অন্যদিকে কমিশন জানিয়েছে, তারা ক্ষতিপূরণ দিতে রাজি, তবে তা কোন রাজনৈতিক দলের হাত দিয়ে নয়, অর্থসহযোগিতা করা হবে জেলাশাসকের মাধ্যমে৷
দেশের তথা রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতির দিকে নজর দিয়ে নির্বাচন কমিশনকে বাংলার ভোটের প্রেক্ষিতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। করোনা বিধি মেনে পঞ্চম দফায় নির্বাচন করতে হবে এমন নির্দেশ দেওয়া হয়েছিল। এবার এই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। ভোটে করোনা বিধি মানা হচ্ছে কিনা, সেই ব্যাপারে জানতে চেয়েই রিপোর্ট তলব করা হয়েছে৷