কলকাতা: কলকাতা পুরসভার দুর্গা পুজোর পুরস্কার ‘কলকাতা শ্রী’ প্রতিযোগিতার ঢাকে কাঠি পড়ে গেল। এই প্রতিযোগিতার জন্য ফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র ফিরহাদ হাকিম। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, মেয়র পারিষদ দেবাশীষ কুমার, সাংসদ-অভিনেতা দেব ও বিশিষ্টরা। এছাড়াও এই অনুষ্ঠানে সিইএসসি’র পক্ষ থেকে অভিজিৎ ঘোষ, পৌর সচিব হরিহর প্রাসাদ মণ্ডল উপস্থিত ছিলেন।
আরও পড়ুন- ‘ভেবেছিলাম নিজে রান্না করে মাংস ভাত খাওয়াব …’, অভিষেকের জন্মদিনে শোকে পাথর বাবা
আজ পুর শ্রী সম্পর্কে তথ্য দিয়ে মেয়র পরিষদ দেবাশীষ কুমার জানান, গত ১১ বছর ধরে পুর শ্রী প্রতিযোগিতা হচ্ছে। কলকাতার প্রায় ২৫০ থেকে বেশি পুজো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। তবে যারা কলকাতা পৌর সংস্থার সঙ্গে যুক্ত আছেন। তাদের পুজো এই প্রতিযোগিতা থেকে বাইরে থাকবে। মেয়র ফিরহাদ হাকিম এই বিষয়ে জানান, ইউনেস্কো’র স্বীকৃতির পর এবারের পুজো কার্যত এখন থেকে আরম্ভ হয়ে গিয়েছে। কলকাতা পৌর সংস্থার ওয়েবসাইট থেকে আজ থেকে ফর্ম দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। যে কোনো পুজো উদ্যোক্তারা এই ‘কলকাতা শ্রী’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন বলে জানান মেয়র ফিরহাদ হাকিম।
অন্যদিকে এই অনুষ্ঠানে শেষে অভিনেতা ও সাংসদ দেব অধিকারী জানান, পুজোতে তিনি নিজের কাছের মানুষদের সঙ্গে কাটাবেন। তবে পুজোর মানেই প্রতিযোগিতা। আর কলকাতায় সমস্ত পুজো উদ্যোক্তারা এই পুর শ্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে নিশ্চিত বলে জানান তিনি। দেব বলেন, এই বারের পুজো আরও স্পেশাল এই কারণে যে এবার ইউনেস্কো থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে কলকাতার দুর্গা পুজোকে।