পিপিই কিট পরে হরিণ পরিচর্যা, করোনা নিয়ে সতর্ক বন দফতর

পিপিই কিট পরে হরিণ পরিচর্যা, করোনা নিয়ে সতর্ক বন দফতর

a547fc5619fdf0e010a2340766e732a4

 

বোলপুর: করোনা পরিস্থিতির কারণে গতবছরের ২৩ মার্চ থেকেই বন্ধ হয়েছে বোলপুরের ‘ডিয়ার পার্ক’। বোলপুর মহকুমায় শান্তিনিকেতন লাগোয়া এই বল্লভপুর অভয়ারণ্যে চিতল হরিণের সংখ্যা দু’শোরও বেশি। প্রায় ২০০ হেক্টর জায়গা জুড়ে থাকা এই অভয়ারণ্যে হরিণদের দেখভালের জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছেন বনকর্মীরা। সংক্রমণ না ছড়ানোর বিষয়ে চূড়ান্ত সতর্কতা মেনে পিপিই পরেই কাজ করতে হচ্ছে তাদের।

ভারতের কোন বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে সেভাবে করোনা সংক্রমণ এখনও দেখা যায়নি। শুধুমাত্র চেন্নাই ও হায়দ্রাবাদে সিংহের মধ্যে কোভিড সংক্রমণ দেখা গিয়েছে। আর সেকারণেই এই সতর্কতা মানা হচ্ছে বলে জানান বনদফতরের স্থানীয় রেঞ্জ অফিসার জয়নারায়ণ মণ্ডল। তিনি আরও জানান, পশু চিকিৎসকদের মতামত নিয়েই হরিণদের পরিচর্যা চলছে। শুধু পিপিই কিট পরেই নয় পাশাপাশি হরিণদের খাবার এবং থাকার ছাউনিগুলিও স্যানিটাইজ করা হয় নিয়মিত।

আটজন বমকর্মীর বিশেষ দল তৈরি করে এই পরিচর্যা চলছে। পিপিই কিটের পাশাপাশি হাতে গ্লাভস, ফেসশিল্ড পরে তাঁরা হরিণদের খাবার দিতে যান। এপর্যন্ত বল্লভপুর অভয়ারণ্যের কোন বনকর্মী করোনা আক্রান্ত হয়নি বলে জানিয়েছেন জয়নারায়ণবাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *