দেড়মাস ধরে জলবন্দি বাসিন্দারা, জমা জলে দাঁড়িয়ে কী বললেন বনমন্ত্রী?

দেড়মাস ধরে জলবন্দি বাসিন্দারা, জমা জলে দাঁড়িয়ে কী বললেন বনমন্ত্রী?

হাবড়া: দীর্ঘ দেড় মাসে ওপর জল বন্দি হাবড়ার বেশ কয়েকটি ওয়ার্ড। এই জলবন্দি অবস্থায় কোনও উৎসব পালন করতেই পারেননি এই এলাকার বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ ছিল, বেআইনি নির্মাণের জেরেই এলাকার নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে৷ এবার বাসিন্দাদের দাবিকে মান্যতা দিয়ে বেআইনি নির্মাণ বন্ধ করার নির্দেশ দিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷

রবিবার হাবড়ার জলমগ্ন এলাকার পরিদর্শনে আসেন হাবড়ার বিধায়ক তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। দেড় মাসেরও বেশি সময় ধরে জলমগ্ন হাবড়ার ৭, ৮ ও ১৫ নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকা। আপাতত ১৫ টি পাম্পের সহযোগিতায় জল সরানোর কাজ চলছে। বাসিন্দাদের অভিযোগ, পদ্মা খাল দখল করে অবৈধ নির্মাণের কারণে জল যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে৷ তারই জেরে সমস্যা হচ্ছে৷

সমগ্র এলাকা পরিদর্শনের পর স্থানীয় বিধায়ক তথা বনমন্ত্রী বলেন, ‘‘বাসিন্দাদের অভিযোগে যথেষ্ট সারবত্তা রয়েছে৷ এভাবে খাল দখল করে অবৈধ নির্মাণ গড়ে ওঠার ফলেই এলাকার জল খালে পড়তে পারছে না৷ তারই জেরে এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে৷ বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে৷’’ এরপরই এলাকায় দাঁড়িয়ে প্রশাসনের কর্তাদের বনমন্ত্রী নির্দেশ দেন, এলাকায় কোনও বেআইনি নির্মাণ হবে না৷ এদিন এলাকা ঘুরে ১২টি জায়গায় অবৈধ নির্মাণের কাজ বন্ধ করে দেন তিনি৷  বেআইনি নির্মাণের সঙ্গে কারা কারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণেরও হুঁশিয়ারি দেন বনমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *