forensic
কলকাতা: নিয়োগ কাণ্ডের তদন্তে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থায় তল্লাশি চালানোর সময় ১৬টি ফাইল ডাউনলোড করেছিল ইডি৷ গত শনিবার কলকাতা হাইকোর্ট ওই ১৬টি ফাইল ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছিল। ফাইলগুলি খতিয়ে দেখেছে সিএফএসএল। তারা এদিন সেই ১৬টি ফাইলের নথি ইডির কাছে জমা দিয়েছে। তবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ১৬টি ফাইল তারা তদন্তের মধ্যে আনবে না।
আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত এই মামলায় ইডির পক্ষ থেকে আদালতে লিখিতভাবে এমনটাই জানানো হয়েছে। তবে আদালতের নির্দেশ, এই আন্ডার টেকিং রিপোর্ট আবেদনকারীকে দিতে হবে। তবে ১২ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট হাইকোর্টে জমা করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, সরকারের পক্ষ থেকে যে তদন্ত হতে পারে তার মৌখিক নির্দেশ দিয়েছে আদালত। বলা হয়েছে, ভার্চুয়াল বা মেলের মাধ্যমে তদন্ত করতে। এই প্রেক্ষিতে সরকারি আইনজীবীর আবেদন, ইডির অফিসাররা কলকাতা পুলিশের তদন্তে সহযোগিতা করুক। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১২ তারিখ।
আসলে কী ভাবে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার কম্পিউটারে ১৬টি ফাইল এল, ইডি-র কাছে তা জানতে চায় লালবাজার৷ ইডি-র তরফে জানানো হয়, মিথিলেশ কুমার মিশ্র নামে তাদের এক অফিসার নিজের মেয়ের হস্টেলের খোঁজ করছিলেন কম্পিউটারে। সেই সময়ই ওই ফাইলগুলি ডাউনলোড হয়ে যায়। এরপরই অভিষেকের আইনজীবী ইডি-র বিরুদ্ধে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা করেন। বিচারপতি বলেন, ওই ১৬টি ফাইলের ফরেন্সিক পরীক্ষা করতে হবে৷