কলকাতা: বীরভূমের ডেউচা-পাঁচামিতে প্রস্তাবিত খনি প্রকল্পে বিনিয়োগ করতে দুই বিদেশি সংস্থা আগ্রহ দেখিয়েছে। ষষ্ঠ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিয়ে ডেউচা-পাঁচামিতে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে একটি পোলিশ সংস্থা ও একটি অস্ট্রেলিয় সংস্থা। ওই দুই সংস্থার প্রতিনিধিদলের সঙ্গে ইতিমধ্যেই রাজ্য সরকারের ইতিমধ্যেই আলোচনা হয়েছে। দ্রুত এই দুই সংস্থার সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হতে পরে বলে মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র জানিয়েছেন।
আরও পড়ুন: খনি প্রকল্পের বিরোধিতা করে রণংদেহী আদিবাসীরা, উত্তপ্ত ডেউচা-পাচামি
এই প্রসঙ্গে তিনি বলেন, ওই এলাকায় খনি শিল্প গড়ে তুলতে রাজ্য সরকারের হাতে ১ হাজার একর জমি রয়েছে। আরও বেশ কিছু জমি নেওয়ার কাজ চলছে। জমিদাতাদের ক্ষতিপূরণ প্রদান এবং চাকরি দেওয়ার কাজও শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই মোট ২০৩ জন জমিদাতাকে জমির পাট্টা ও চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে দুই শিল্পসংস্থার মোট প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৬ হাজার কোটি টাকা। তবে এখনও পর্যন্ত ডেউচা-পাচামিতে অশান্তি চলছে, পরিস্থিতি এখনও জটিল কারণ অনেকের দাবি, প্রতিশ্রুতি রাখছে না সরকার।
রাজ্য সরকার ডেউচা-পাচামি নিয়ে অনেক আগেই বড় ঘোষণা করেছিল। জমিদাতাদের ক্ষতিপূরণ এবং চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল। বেশ কয়েকটি পরিবার ক্ষতিপুরণ এবং চাকরি খাতায় কলমে পেলেও নিয়োগ পত্র এখনও হাতে পাননি। আর এই নিয়েই ক্ষোভ দিন দিন বাড়ছে আদিবাসীদের মধ্যে। তারা মনে করছে, সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করবে না। এই নিয়ে অশান্তি বাড়তে শুরু করেছে সেখানে। আদিবাসীদের এখন একটাই প্রশ্ন, চাকরি কবে হবে? দু’দিন আগেই সরকারি পাট্টা ও চেক বিতরণ করে জমি অধিগ্রহণের জন্য গ্রামে গিয়ে বাসিন্দাদের প্রবল বিক্ষোভের মুখে পিছু হঠতে হয় বীরভূমের জেলাশাসক, জেলা পুলিশ সুপার-সহ প্রশাসনের আধিকারিকদের। গ্রামবাসীরা সাফ জানিয়ে দেন, এখানে খনি প্রকল্প হবে না।