মহরম উপলক্ষে শহরজুড়ে একাধিক শোভাযাত্রা, কোন পথগুলি এড়িয়ে চলতে হবে

কলকাতা: দেশজুড়ে পালিত হচ্ছে মহরম৷ শহর কলকাতায় পাঁচটি বড় তাজিয়া বার হবে বলে লালবাজার সূত্রে খবর৷ পোর্তুগিজ চার্চ থেকে শুরু করে ক্যানিং স্ট্রিট পৌঁছানোর পর…

কলকাতা: দেশজুড়ে পালিত হচ্ছে মহরম৷ শহর কলকাতায় পাঁচটি বড় তাজিয়া বার হবে বলে লালবাজার সূত্রে খবর৷ পোর্তুগিজ চার্চ থেকে শুরু করে ক্যানিং স্ট্রিট পৌঁছানোর পর লাল বাজার ও বিবি গাঙ্গুলী স্ট্রিট হয়ে পথযাত্রা যাবে শিয়ালদহতে। রাজাবাজার থেকেও একটি শোভাযাত্রা বেরিয়ে শিয়ালদহে আসবে। এই শোভাযাত্রাগুলি একই সঙ্গে বেলেঘাটায় পৌঁছনোর কথা রয়েছে।

অন্যদিকে, কলুতলা থেকে শুরু হয়ে রবীন্দ্র সরণীর পর ডোরিনা ক্রসিং, খিদিরপুর, ওয়াটগঞ্জ হয়ে আরও একটি তাজিয়া এসে পৌঁছবে সাহেবপুরে। এগুলির পাশাপাশি কলকাতার আরও কয়েকটি জায়গা থেকে শোভাযাত্রা বের হতে পারে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্পর্শকাতর এলাকাগুলিতে পুলিশ পিকেট থাকবে। শহরজুড়ে ২০০টির মতো পুলিশ পিকেট থাকবে৷ এছাড়াও থাকবে কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্স। শহরজুড়ে টহল দেবে পেট্রোলিং গাড়ি৷