ফের কুলতলীর গ্রামে দক্ষিণরায়ের আতঙ্ক, ঢুকেছে ডোরাকাটা

ফের কুলতলীর গ্রামে দক্ষিণরায়ের আতঙ্ক, ঢুকেছে ডোরাকাটা

28cdfaab29595ca916b9584faec4e900

কলকাতা: মৈপীঠের পর ফের দক্ষিণ ২৪ পরগণার কুলতলিতে বাঘের আতঙ্ক৷ মাতলা নদী বাঁধ লাগোয়া গায়েনের চক এলাকায় দেখা গিয়েছে স্পষ্ট বাঘের পায়ের ছাপ৷ এদিন সকালবেলা নদী থেকে কাঁকড়া ধরতে গিয়ে চিৎকার জোড়েন এক মহিলা মৎস্যজীবী৷ জঙ্গল সংলগ্ন নদীর ধারে বাঘের পায়ের ছাপ দেখে আতকে ওঠেন তিনি৷ ওই মহিলা জঙ্গলের ভিতরে বাঘ দেখতে পেয়েছেন বলেও দাবি৷ পায়ের ছাপ দেখে বনদফতর বাঘ থাকার কথা নিশ্চিত করেছে৷ 

আরও পড়ুন- রাজ্যপালকে সরানোর ভাবনায় রাজ্য! স্পষ্ট করলেন ব্রাত্য

এদিন সকালে চিৎকার শুনে লাঠিসোঁটা নিয়ে ছুটে আসেন গ্রামবাসীরা৷ কিন্তু তাঁরা বাঘের দেখা পাননি৷ তবে পায়ের ছাপ স্পষ্ট৷ এই ঘটনায় কুলতলির গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের গায়েনচক এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ পুলিশ ও বনদফতরকে খবর দেন গ্রামবাসীরা৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কুলতলি থানার পুলিশ ও বনদফতরের কর্মীরা৷ মাইকে রীতিমতো প্রচার চালানো হচ্ছে৷ গোটা ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে৷  

গ্রাম সংলগ্ন ৫ নম্বর গরানকাঠি জঙ্গলে আপাতত ঘিরে ফেলার কাজ শুরু করেছেন বন দফতরের আধিকারিকরা৷ পাশাপাশি শুরু হয়েছে বাঘ ধরার প্রক্রিয়া৷ খাঁচা নিয়ে আসা হয়েছে৷ জাল গিয়ে জঙ্গল ঘেরাও করার পর খাঁচা পাতা হবে৷ কিছুদিন আগেই কুলতলির মৈপীঠে বাঘের আতঙ্ক ছড়িয়েছিল৷ ধান খেতের মধ্যে লুকিয়ে বসেছিল রয়্যাল বেঙ্গল টাইগার৷ খবর পেয়েই চলে আসেন পুলিশ ও বনদফতরের কর্মীরা৷ জাল দিয়ে ঘিরে ফেলে পাতা হয় ফাঁদ৷ দিনভর উৎকণ্ঠার পর রয়্যাল বেঙ্গলকে খাঁচাবন্দি করে জঙ্গলে ছেড়ে দিয়ে আসে বনদফতরের কর্মীরা৷ সেই ঘটনার রেশ কাটার আগেই ফের বাঘের পায়ের ছাপে আতঙ্কে গোটা গ্রাম। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *