দুর্ঘটনা এড়াতে ডিসেম্বরেই চিংড়িঘাটায় চালু হচ্ছে ফুটব্রিজ

দুর্ঘটনা এড়াতে ডিসেম্বরেই চিংড়িঘাটায় চালু হচ্ছে ফুটব্রিজ

কলকাতা: দুর্ঘটনা এড়াতে ডিসেম্বরেই চিংড়িঘাটায় চালু হচ্ছে ফুটব্রিজ৷ ইতিমধ্যে ফুটব্রিজ তৈরিও হয়ে গিয়েছে৷ চলছে বাকি অন্যান্য কাজগুলিষ শুক্রবার ফুটব্রিজ পরিদর্শনে এসে একথা জানান দমকল মন্ত্রী সুজিত বসু৷ মন্ত্রী বলেন, ‘‘দুর্ঘটনা এড়াতে আগামী মাসের গোড়াতেই চিংড়িঘাটায় চালু হবে ফুট ব্রিজ৷ চলছে শেষ মুহূর্তের সমীক্ষার কাজ৷’’

সম্প্রতি একাধিক দুর্ঘটনার সাক্ষী থেকেছে চিংড়িঘাটা৷ এমনকি বেপরোয়া গাড়ি চালকের হাত থেকে রেহাই পাননি পথচারীরাও৷ বারংবার দুর্ঘটনার জেরে সংশ্লিষ্ট বাইপাসে বাড়তি নজরদারির দাবি আগেও উঠেছিল। ফের একই দাবি জানাচ্ছেন স্থানীয়রা। তাঁদের কথায়, এখানে রাস্তা পেরানো তো নয়, যেন জীবনকে বাজি রেখে রাস্তা পেরানো! এহেন পরিস্থিতিতে চলতি সপ্তাহে পর পর দুটি দুর্ঘটনার ঘটনা ঘটে৷ স্থানীয়দের হিসেবে, দুর্গাপুজোর পর থেকে অন্তত ২২টি দুর্ঘঠনা ঘটেছে ইএমবাইপাসের চিংড়িঘাটা ক্রসিং এলাকায়৷

যার জেরে একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে৷ যার জেরে  বাসিন্দারা চিংড়িঘাটাকে বলে থাকেন দুর্ঘটনার সমার্থক৷ তাঁরা বলেন, ‘জীবন হাতে নিয়ে এখানে রাস্তা চলাচল করতে হয়!’ বাসিন্দাদের সেই উক্তিরই প্রতিধ্বনি ক’দিন আগে শোনা গিয়েছিল রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে৷ মধ্যমগ্রামের প্রশাসনিক বৈঠক থেকে পুলিশ কর্তাদের তীব্র ভর্ৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী৷ তারপরই নড়েচড়ে বসেন পুলিশের শীর্ষকর্তারা৷ এদিন মন্ত্রীর সঙ্গে এলাকা পরিদর্শনে ছিলেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ট্রাফিক সন্তোষ পান্ডে এবং বিধান নগর পুলিশের উচ্চ আধিকারিকরা। তাঁরা সংশ্লিষ্ট এলাকা ভাল করে ঘুরে পরিদর্শন করেন৷ যদিও স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, যেখানে ফুটব্রিজ রয়েছে, সেখান থেকে ক্রসিং অনেকটাই দূরে৷ ফলে আদতে মানুষের ভোগান্তি নিয়ে প্রশ্ন থাকছেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 20 =