খাদ্য আন্দোলনের নেতা শহীদ নূরুল ইসলামের মা প্রয়াত

কলকাতা: খাদ্য আন্দোলনের শহীদ নূরুল ইসলামের মা আচিয়া বিবি প্রয়াত। আজ সকাল ৪.৩০মিনিটে আচিয়া বিবি প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বেশি। নুরুল শহিদ হন ১৭ই ফেব্রুয়ারি ১৯৬৬। আচিয়া বিবির স্বামী ইনসাফ আলি মোল্লা ছাড়াও তাঁর আছে ১ মেয়ে ২ ছেলে। ছোট ভাই সুরত আলি কে বামফ্রন্ট সরকারের আমলে ভূমি সংস্কার দপ্তরে চাকরি দেওয়া

খাদ্য আন্দোলনের নেতা শহীদ নূরুল ইসলামের মা প্রয়াত

কলকাতা: খাদ্য আন্দোলনের শহীদ নূরুল ইসলামের মা আচিয়া বিবি প্রয়াত। আজ সকাল ৪.৩০মিনিটে আচিয়া বিবি প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বেশি। নুরুল শহিদ হন ১৭ই ফেব্রুয়ারি ১৯৬৬। আচিয়া বিবির স্বামী ইনসাফ আলি মোল্লা ছাড়াও তাঁর আছে ১ মেয়ে ২ ছেলে। ছোট ভাই সুরত আলি কে বামফ্রন্ট সরকারের আমলে ভূমি সংস্কার দপ্তরে চাকরি দেওয়া হয়। শহিদ পরিবার হিসাবে মা-কে ভাতা দেওয়া হত ৩০০০ হিসাবে।

৩১ আগষ্ট ২০০৯ সালে শহিদ দিবসের দিনে শহিদের মাকে সম্মান জানানো হয়। প্রয়াত সুভাষ চক্রবর্তীর উপস্থিতীতে বামফ্রন্টের চিয়ারম্যান বিমান বসু ১ লক্ষ টাকার চেক তুলে দিয়েছিলেন তাঁর হাতে। তাঁর কুড়ে ঘরের পাশে ইন্দিরা আবাসন যোজনায় পাকা বাড়ি বানিয়ে দিয়েছিল বাম সরকার। শহিদ নুরুলের স্মৃতিতে ২০০০ সালে বামফ্রন্টের আমলে তেঁতুলিয়ায় তৈরি হয় শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়। এব্যাপারে উদ্যোগি ছিলেন জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য্য, গৌতম দেব ও স্বরূপনগরের সিপিএম নেতৃত্ববৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *