‘হীরক রাজার দেশে’ হারিয়ে গেলেন লোকসঙ্গীত শিল্পী অমর পাল

কলকাতা: প্রয়াত লোকসঙ্গীত শিল্পী অমর পাল৷ বয়স হয়েছিল ৯৭ বছর৷ শনিবার বিকাল ৫টা ২০ মিনিটে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় তাঁর৷ লোকসঙ্গীতে দুই বাংলায় বিশেষ জনপ্রিয় ছিলেন শিল্পী। চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় তাঁকে ‘হীরক রাজার দেশে’ ছবিতে গান গাইয়েছিলেন। দেশভাগের পরে ১৯৪৮ সালে অমর পালকে কলকাতায় চলে আসেন৷ তিনি নিজে বহু লোকসঙ্গীত রচনা করেন৷ বিভিন্ন ছবিতে

‘হীরক রাজার দেশে’ হারিয়ে গেলেন লোকসঙ্গীত শিল্পী অমর পাল

কলকাতা: প্রয়াত লোকসঙ্গীত শিল্পী অমর পাল৷ বয়স হয়েছিল ৯৭ বছর৷ শনিবার বিকাল ৫টা ২০ মিনিটে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় তাঁর৷ লোকসঙ্গীতে দুই বাংলায় বিশেষ জনপ্রিয় ছিলেন শিল্পী। চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় তাঁকে ‘হীরক রাজার দেশে’ ছবিতে গান গাইয়েছিলেন।

দেশভাগের পরে ১৯৪৮ সালে অমর পালকে কলকাতায় চলে আসেন৷ তিনি নিজে বহু লোকসঙ্গীত রচনা করেন৷ বিভিন্ন ছবিতে ব্যবহৃত হয় তাঁর লেখা গান৷ সত্যজিৎ রায় ছাড়াও পরিচালক দেবকীকুমার বসু ও পরবর্তীকালে ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজ করেছেন৷

বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ায় তাঁর জন্ম। ছোট থেকেই শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছিলেন তাঁর মায়ের কাছে। পরে উস্তাদ আলাউদ্দিন খানের ছোট ভাই, আয়াত আলি খান-এর কাছে তালিম নেন। বাংলায় লোকসঙ্গীতকে জনপ্রিয় করেছেন যাঁরা, প্রয়াত শিল্পী অমর পাল ছিলেন তাঁদের মধ্যে অগ্রগণ্য। স্বাধীনতার পরে কলকাতায় আসেন ১৯৪৮ সালে এবং ১৯৫১ সালে তাঁর প্রথম গান সম্প্রচারিত হয় আকাশবাণীতে। তিনি হলেন প্রথম লোকশিল্পী যিনি গান গেয়েছেন আকাশবাণীতে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট উপাধিও পেয়েছেন এই গুণী শিল্পী। এছাড়াও দেশ-বিদেশের বহু সন্মানে ভূষিত হয়েছেন তিনি। সারাজীবন ধরে আমাদের বিভিন্ন ধারার শিকড়ের গানকে উপহার দিলেও প্রভাতী ও ভাটিয়ালী গান যেন অমর পালের কণ্ঠে এক অন্যমাত্রা পায় বাংলা লোকসংগীতপ্রিয় মানুষের হৃদয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 18 =