ফের শহরে উড়ালপুল বিপর্যয়, স্তব্ধ যান চলাচল

কলকাতা: সপ্তাহের শুরুতেই থমকে গেল শহর কলকাতার যান চলাচল৷ সেতু বিপর্যয়ের জেরে বন্ধ উল্টোডাঙা উড়ালপুল৷ আগামী তিন দিন সল্টলেক থেকে বিমানবন্দর যাওয়ার উড়ালপুর বন্ধ রাখা হয়েছে৷ উড়ালপুলে ফাটল দেখা দেওয়ায় আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে উড়ালপুরের যান চলাচল৷ উড়ালপুল বিপর্যয়ের কারণে উল্টোডাঙা চত্বরে তীব্র যানজট তৈরি হয়েছে৷ যানজটের প্যাঁচে পড়ে নাজেহাল যাত্রীরা৷

ফের শহরে উড়ালপুল বিপর্যয়, স্তব্ধ যান চলাচল

কলকাতা: সপ্তাহের শুরুতেই থমকে গেল শহর কলকাতার যান চলাচল৷ সেতু বিপর্যয়ের জেরে বন্ধ উল্টোডাঙা উড়ালপুল৷ আগামী তিন দিন সল্টলেক থেকে বিমানবন্দর যাওয়ার উড়ালপুর বন্ধ রাখা হয়েছে৷

উড়ালপুলে ফাটল দেখা দেওয়ায় আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে উড়ালপুরের যান চলাচল৷  উড়ালপুল বিপর্যয়ের কারণে উল্টোডাঙা চত্বরে তীব্র যানজট তৈরি হয়েছে৷ যানজটের প্যাঁচে পড়ে নাজেহাল যাত্রীরা৷ ভিআইপি রোড ও ইএম বাইপাস, উল্টোডাঙা মোড়ে তীব্র যানজট তৈরি হয়েছে৷ পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার সেতু পর্যবেক্ষণে যাবে কেএমডিএর ইঞ্জিনিয়াররা৷

মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার কিছুদিন আগে উদ্বোধন হয়েছিল উল্টোডাঙা উড়ালপুলের৷ বাম আমলে তৈরি হওয়া এই উড়ালপুল ভেঙে পড়েছিল উদ্বোধনের ঠিক ২ বছর ২ মাসের মাথায়৷ দিনটা ছিল ২০১৩ সালের ৪ মার্চ৷ একটি লরি নিয়ে উড়ালপুলটি ভেঙে পড়ে৷ ভিআইপি রোড থেকে ইএম বাইপাস যাওয়ার উড়ালপুলটি ভেঙে পড়ায় সেবার কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি৷ আহত হয়েছিলেন তিনজন৷ এবার দেখা দিল ফাটল৷ ফাটল বড়সড় ২০ থেকে ২৫ দিন সময় লেগে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *