Aajbikel

সিবিআই দফতরে আরও ৫ শিক্ষক! পর্ষদের বিরুদ্ধে বড় অভিযোগ

 | 
সিবিআই

কলকাতা: নিয়োগ কাণ্ডে সম্প্রতি প্রথমবারের জন্য ৪ অযোগ্য শিক্ষক গ্রেফতার হয়েছে। সেই নিয়ে আপাতত তোলপাড় রাজ্য। এদিকে আজ কলকাতার সিবিআই দফতরে হাজিরা দিলেন ৫ শিক্ষক। যদিও তাদের বিরুদ্ধে ঘুষ দিয়ে চাকরি পাওয়ার কোনও অভিযোগ নেই। বরং পর্ষদের গাফিলতিতে তারা চাকরি পেয়েও হেনস্থার শিকার হচ্ছেন, এমনই অভিযোগ। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ কেন্দ্রীয় সংস্থার অফিসে তাঁরা হাজিরা দেন। 

যারা গ্রেফতার হয়েছেন সেই ৪ জন শিক্ষক ছিলেন মুর্শিদাবাদের। তবে আজ যারা পর্ষদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সিবিআই দফতরে এসেছিলেন সেই ৫ জন বাঁকুড়ার। তাদের বক্তব্য, আদালতের নির্দেশে চাকরি পেয়েছেন, অথচ পর্ষদের খাতায় তাঁদের ‘টেট অনুত্তীর্ণ’ হিসাবে দেখানো হচ্ছে। এই প্রেক্ষিতেই পর্ষদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন ওই শিক্ষকরা। কিন্তু সিবিআই দফতরে তাঁদের আসতে হল কেন? ওই শিক্ষকরা জানিয়েছেন, পর্ষদ সঠিক তথ্য দেয়নি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে। তাই আজ তাঁদের এখানে আসতে হয়েছে। পাশাপাশি তারা প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, চাকরি পাওয়ার পরও তাঁদের হেনস্থা হতে হচ্ছে। যদিও আজ সিবিআই দফতরে যথাযথ নথি এবং তথ্য দেখিয়েছেন তারা সকলেই। 

এই শিক্ষকদের তরফে এও জানানো হয়েছে, তারা কোনও ঘুষ দেননি কাউকে, নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন। ভুল প্রশ্নের মামলায় সকলের নম্বর বাড়ার পর কলকাতা হাইকোর্টের নির্দেশ তাদের চাকরি হয়। কিন্তু পর্ষদের গাফিলতির কারণে তাদের এখনও হেনস্থা হতে হচ্ছে। তবে তাদের বক্তব্য, সিবিআই আজ সব নথি দেখে সন্তুষ্ট হয়েছে।  

Around The Web

Trending News

You May like