বার্লিন থেকে বাংলার চিড়িয়াখানায় আসছে পাঁচটি টাকিন

কলকাতা: শুক্রবার রাতেই কলকাতায় আসছে রাজ্যের নয়া অতিথি। সুদূর জার্মানির বার্লিনের টিয়েরপার্ক চিড়িয়াখানা থেকে পাঁচটি মিশমি টাকিনকে আনা হচ্ছে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কের জন্য। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাতে ভারতীয় সময় প্রায় আড়াইটে নাগাদ কলকাতা বিমানবন্দরে এগুলি আসছে। এদিন বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন বলেন, দু’টি রেড পান্ডার বদলে জার্মানির বার্লিনের চিড়িয়াখানা থেকে

বার্লিন থেকে বাংলার চিড়িয়াখানায় আসছে পাঁচটি টাকিন

কলকাতা: শুক্রবার রাতেই কলকাতায় আসছে রাজ্যের নয়া অতিথি। সুদূর জার্মানির বার্লিনের টিয়েরপার্ক চিড়িয়াখানা থেকে পাঁচটি মিশমি টাকিনকে আনা হচ্ছে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কের জন্য। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাতে ভারতীয় সময় প্রায় আড়াইটে নাগাদ কলকাতা বিমানবন্দরে এগুলি আসছে।

এদিন বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন বলেন, দু’টি রেড পান্ডার বদলে জার্মানির বার্লিনের চিড়িয়াখানা থেকে এই পাঁচটি জন্তুকে আনা হচ্ছে। প্রসঙ্গত, ভুটানের জাতীয় প্রাণী এই টাকিন। বড় আকৃতির ছাগলজাতীয় প্রাণীটি বিশ্বে শুধুমাত্র ভারত-চীন-মায়ানমার-ভূটানের বিস্তীর্ণ পাহাড়ি এলাকার জঙ্গলে পাওয়া যায়। তবে আইইউসিএনের হিসেবে বিশ্বে এই প্রাণীর সংখ্যা ‘বিপজ্জনক’ তালিকাভুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =