তৃণমূল-বিজেপির ৫ প্রার্থী আক্রান্ত তৃতীয় দফায়! কমিশনে রিপোর্ট জমা

তৃণমূল-বিজেপির ৫ প্রার্থী আক্রান্ত তৃতীয় দফায়! কমিশনে রিপোর্ট জমা

কলকাতা: প্রথম দুই দফার মতো তৃতীয় দফার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্বের সকাল থেকে উত্তাপের ছবি ধরা পড়েছিল সব জায়গায়। কিন্তু তৃতীয় দফায় যেভাবে একের পর এক প্রার্থী আক্রান্ত হলেন সেটা অবশ্য ভাবে নজিরবিহীন। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি মিলিয়ে ৫ জন প্রার্থী এদিন আক্রান্ত হয়েছেন। সেই আক্রান্ত প্রার্থীদের মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সুজাতা মণ্ডল খাঁ, নির্মল মাঝি এবং নাজিবুল করিম। অন্যদিকে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী এবং বিধান পাড়ুইও আক্রান্ত হয়েছেন তিনি। স্বাভাবিকভাবে এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। 

সুজাতা মণ্ডল খাঁএবং পাপিয়া অধিকারী ওপর যে হামলা হয়েছে সেই সংক্রান্ত ঘটনার রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে নির্বাচন কমিশন এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের কাছে। সকাল থেকেই দফায় দফায় একের পর এক প্রার্থী আক্রান্ত হয়েছেন এ দিন। খানাকুলের তৃণমূল কংগ্রেস প্রার্থীর নাজিবুল করিমকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে। অন্যদিকে, আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মন্ডল খাঁর ওপর আক্রমণ চালিয়েছে বিজেপি কর্মী এবং সমর্থকরা বলে অভিযোগ। বাঁশ থেকে শুরু করে লাঠি নিয়ে তাড়া করা হয়েছে তাঁকে। এদিকে দলীয় কর্মীকে হাসপাতালে দেখতে গিয়ে শারীরিক হেনস্থার শিকার হতে হয়েছে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীকে। তাঁকে ঘাড়ধাক্কা এবং চড় মারা হয় বলে অভিযোগ উঠছে ‌ সেখানেও অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। 

যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করে জানিয়েছে, বিজেপি প্রার্থীর ওপর সাধারণ মানুষের ক্ষোভ, এর সঙ্গে তৃণমূলের কোন যোগাযোগ নেই। অন্য দিকে, ফলতার বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করার ঘটনা ঘটেছে।  সবমিলিয়ে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট জমা পড়েছে এবং যারা অভিযুক্ত তাদের খোঁজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সব জায়গায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + nine =