মাছের বাজারে আগুন! আকাশ ছোঁয়া সবজি, ২০০ টাকা পাড় আমুদির দর

মাছের বাজারে আগুন! আকাশ ছোঁয়া সবজি, ২০০ টাকা পাড় আমুদির দর

ac4f7ba120ac15086bfe6d3b40210008

কলকাতা:  পুজোর আগে মাছের বাজারে আগুন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মাছের দাম। ফলে মধ্যবিত্ত বাঙালির মাছে-ভাতে থাকা নিয়ে উঠছে প্রশ্ন৷ তবে শুধু মাছ নয়, সবজির বাজারেও আগুন৷ ফলে হাঁফ ধরেছে মধ্যবিত্তের হেঁশেলে৷

আরও পড়ুন- ‘জেলে ভরলে সেখানে বসেই ফুটবল শেখাব’, একহাত নিলেন তৃণমূল সাংসদ প্রসূন

গত কয়েক মাসে মাছের দাম হঠাৎ করেই যেন অনেকটাই বেড়ে গিয়েছে৷ ছোট রুই মাছ বিকচ্ছে ২০০ টাকাতে৷ এমনকি কয়েক মাস আগে পর্যন্ত যে আমুদি মাছের ১০০ গ্রামের দাম ছিল ১০ টাকা, তার দাম এখন দ্বিগুণ৷ লোটে মাছের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে৷ কেজি প্রতি লোটে বিকোচ্ছে ১২০ টাকা থেকে ১৪০ টাকায়। দেখে নেওয়া যাক আজ বাজারদরের আপডেট।  এক ঝলকে দেখে নিন আজকের বাজার দর৷ 
 

চন্দ্রমুখী আলু – ৩৬ থেকে ৩৮ টাকা  কেজি
জ্যোতি আলু- প্রতি কেজি ৩০ টাকা 
বেগুন – ৩০ টাকা থেকে ৪০ টাকা কেজি
টমেটো – কেজি প্রতি ৬০ টাকা থেকে ৬৫ টাকা
ফুলকপি – ৩০ টাকা প্রতি পিস
বাঁধাকপি – ৩০ টাকা প্রতি পিস (মাঝারি) 
পটল – ৩০ থেকে ৪০ টাকা কেজি
ঢ্যাঁড়শ – ৩০ থেকে ৩৫ টাকা কেজি
কুমড়ো – ৩০ টাকা থেকে ৩৫ টাকা কেজি
মোচা- ২০ টাকা প্রতি পিস
কাঁচাকলা – জোড়া ১০ থেকে ১২ টাকা
পেঁপে – এক পিস পেঁপে ২০ টাকা 
লাউ – প্রতি পিস ২০ টাকা
পাতিলেবু – ২ টাকা প্রতি পিস

এছাড়াও দাম চড়া উচ্ছে, কুঁদরির মতো সবজির-
কুঁদরি – ৩০ টাকা কেজি
কাঁচালঙ্কা – প্রতি ১০০ গ্রামের দাম ১৬ টাকা৷ 
পালং শাক – এক বান্ডিল ১৫ টাকা
উচ্ছে – ৩৫ থেকে ৪০ টাকা কেজি৷ 
পেঁয়াজ – প্রতি কেজি পেঁয়াজের দাম ৩০ টাকা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *