শেষ হল প্রথম দফার নির্বাচনের অন্তিম দফার প্রচার! শনিবার শুরু ভোটযুদ্ধ

শেষ হল প্রথম দফার নির্বাচনের অন্তিম দফার প্রচার! শনিবার শুরু ভোটযুদ্ধ

কলকাতা: মাঝে আর মাত্র একটা দিন। তারপরেই বাংলা জুড়ে শুরু হয়ে যাবে ভোট যুদ্ধ। ২৭ মার্চ অর্থাৎ আগামী শনিবার থেকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শুরু। তার আগে আজ আদর্শ আচরণ বিধি অনুযায়ী শেষ হল প্রথম দফার জন্য প্রচার পর্ব। প্রথম দফায় ৩০ টি আসনে ভোট গ্রহণ শুরু হবে শনিবার।

বেনজির ভাবে রাজ্যে আট দফায় হতে চলেছে বিধানসভা নির্বাচন৷ ২৭ মার্চ থেকে শুরু হয়ে ভোট পর্ব চলবে ২৯ এপ্রিল পর্যন্ত৷ ২৭ মার্চ প্রথম দফায় ভোট৷ দ্বিতীয় দফায় ৩০টি কেন্দ্রে ভোট হবে পয়লা এপ্রিল৷ আগামী ৬ এপ্রিল তৃতীয় দফায় ৩১টি আসনে ভোট হবে৷ চতুর্থ দফায় ৪৪টি আসনে ভোট হবে আগামী ১০ এপ্রিল৷ আগামী ১৭ এপ্রিল পঞ্চম দফায় ৪৫ আসনে ভোট৷ ২২ এপ্রিল ষষ্ঠ দফায় ৪৩টি আসনে নির্বাচন৷ আগামী ২৬ এপ্রিল সপ্তম দফায় ৩৬টি আসনে ভোট৷ অষ্টম তথা শেষ দফায় ভোট হবে ২৯ এপ্রিল৷ শেষ দফায় ভোট হবে ৩৫টি কেন্দ্রে৷ নির্বাচন শুরু হওয়ার আগে কোন রাজনৈতিক দল একে অপরকে এক ইঞ্চি জমি পর্যন্ত ছাড়েনি। অল্প দিনের ব্যবধানে বিগত কয়েক সপ্তাহ ধরে বারংবার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, রাজনাথ সিং সহ প্রমূখ। তারকা প্রার্থীদের দিয়ে ভোট প্রচার করিয়েছে বিজেপি। এদিকে নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়ার পর আহত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী ক্ষেত্রে তিনি উইল চেয়ারে নিজের প্রচার পর্ব চালিয়েছেন জেলায় জেলায়। সব মিলিয়ে নিজেদের মতো করে ভোট প্রচার ভালো ভাবে সম্পন্ন করেছে রাজনৈতিক দলগুলো। এখন অপেক্ষা ২ মে ফল ঘোষণার।

আরও পড়ুন-  ‘অশান্তির ইন্ধন দিচ্ছেন মমতা’, কমিশনে নালিশ বিজেপির! ক্ষমা চাইলেন গেরুয়া জিতেন্দ্র!

প্রথম দফায় ভোট হবে, ২১২ নম্বর বিধানসভা কেন্দ্র পটাশপুর, ২০৩ নম্বর বিধানসভা কেন্দ্র কাঁথি(উত্তর), ২১৪ নম্বর বিধানসভা কেন্দ্র ভগবানপুর, ২১৫ নম্বর বিধানসভা কেন্দ্র খেজুরি(তফসিলি), ২১৬ নম্বর বিধানসভা কেন্দ্র কাঁথি(দক্ষিণ), ২১৭ নম্বর বিধানসভা কেন্দ্র রামনগর, ২১৮ নম্বর বিধানসভা কেন্দ্র এগরা, ২১৯ নম্বর বিধানসভা কেন্দ্র দাঁতন, ২২০ নম্বর বিধানসভা কেন্দ্র নয়াগ্রাম(তফসিলি উঃজা), ২২১ নম্বর বিধানসভা কেন্দ্র গোপিবল্লভপুর, ২২২ নম্বর বিধানসভা কেন্দ্র ঝাড়গ্রাম, ২২৩ নম্বর বিধানসভা কেন্দ্র খেশিয়ারী, ২২৮ নম্বর বিধানসভা কেন্দ্র খড়্গপুর, ২৩৩ নম্বর বিধানসভা কেন্দ্র গড়বেতা, ২৩৪ নম্বর বিধানসভা কেন্দ্র শালবনী, ২৩৬ নম্বর বিধানসভা কেন্দ্র মেদিনীপুর, ২৩৭ নম্বর বিধানসভা কেন্দ্র বিনপুর, ২৩৮ নম্বর বিধানসভা কেন্দ্র বান্দয়ান, ২৩৯ নম্বর বিধানসভা কেন্দ্র বলরামপুর, ২৪০ নম্বর বিধানসভা কেন্দ্র বাঘমুন্ডি, ২৪১ নম্বর বিধানসভা কেন্দ্র জয়পুর, ২৪২ নম্বর বিধানসভা কেন্দ্র পুরুলিয়া, ২৪৩ নম্বর বিধানসভা কেন্দ্র মানবাজার, ২৪৪ নম্বর বিধানসভা কেন্দ্র কাশীপুর, ২৪৫ নম্বর বিধানসভা কেন্দ্র পাড়া, ২৪৬ নম্বর বিধানসভা কেন্দ্র রঘুনাথপুর, ২৪৭ নম্বর বিধানসভা কেন্দ্র শালতোড়া, ২৪৮ নম্বর বিধানসভা কেন্দ্র ছাতনা, ২৪৯ নম্বর বিধানসভা কেন্দ্র রানিবাঁধ, ২৫০ নম্বর বিধানসভা কেন্দ্র রায়পুর। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 3 =