‘আমি এসে গিয়েছি, সমস্যা মিটে যাবে’, যুব সভানেত্রী হয়েই বার্তা সায়নীর

‘আমি এসে গিয়েছি, সমস্যা মিটে যাবে’, যুব সভানেত্রী হয়েই বার্তা সায়নীর

f431bca3080850e2cb8df99d56bc3bab

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে আরও গুরু দায়িত্ব দিয়ে তাঁকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক করেছেন দলনেত্রা মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর দলের ‘এক ব্যক্তি এক পদ’ নীতি মেনে যুব সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি৷ তাঁর জায়গায় যুব সভানেত্রী হিসাবে সায়নী ঘোষের নাম ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো৷ এই গুরু দায়িত্ব কাঁধে নিয়ে ময়দানে নামর অপেক্ষায় সায়নী৷ 

আরও পড়ুন- দৈনিক ১ কোটি মানুষকে বিনামূল্যে টিকা দিক সরকার, রাজ্যপালকে চিঠি অধীরের

বিধানসভা ভোটের প্রার্থা হয়ে রাজনীতির দৌড় শুরু করেছিলেন অভিনেত্রী৷ প্রার্থী হয়ে প্রায় চষে ফেলেছিলেন আসানসোল দক্ষিণ কেন্দ্র৷ পৌঁছে গিয়েছিলেন মানুষের দরবারে৷ যদিও শেষ পর্যন্ত অগ্নিমিত্রা পালের কাছে পরাজিত হতে হয় সায়নীকে৷ বিধানসভার সদস্য হতে না পারলেও তৃণমূলে তাঁর দৌড় অব্যাহত রইল৷ বরং বলা ভালো উত্থান হল ধুমকেতুর মতো৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গায় রাজ্য যুব তৃণমূলের সভানেত্রী হলেন সায়নী ঘোষ৷ আর সেই সঙ্গে এই প্রথম কোনও সভানেত্রী পেল তৃণমূলের যুব সংগঠন৷ অভিষেকের আগে এর পদে ছিলেন শুভেন্দু অধিকারী৷ 

দায়িত্ব বলেন, ‘‘সত্যই গুরু দায়িত্ব বটে৷ মোননয়ন পাওয়ার পর যেমন অনুভূতি হয়েছিল, এই খবরটা শোনার পর একই রকম অনুভূতি হয়েছে৷ তবে এটা আরও বড় দায়িত্ব৷ এর জন্য দিদি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ৷ আমি ওঁনাদের নিরাশ করব না৷’’ তাঁর কথায়, ‘‘মনে হচ্ছে এখনই কাজ শুরু করে দিই৷ তবে বর্তমানে যেহেতু কোভিড চলছে তাই অনেক লোককে নিয়ে কাজ করা যাবে না৷ তবে দায়িত্ব যখন এসে গিয়েছে তখন এই মুহূর্ত থেকে কাজ শুরু করতে হবে৷ দিদি বলেছেন এটা অনেক বড় দায়িত্ব৷ তাই মন প্রাণ দিয়ে কাজ করতে হবে৷’’  
 

আরও পড়ুন- ত্রিপল চুরির অভিযোগে শুভেন্দু-সৌমেন্দু বিরুদ্ধে FIR, রাজনৈতিক মহলে শোরগোল

তবে অতীতে তাকালে দেখা যাবে বারবার তৃণমূল বনাম যুব তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব সামনে এসেছে৷ পরিস্থিতি সামাল দিতে একাধিকবার কড়া বার্তা দিতে হয়েছে খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও৷ রাজ্য যুব সভানেত্রী হওয়ার পরেও সায়নীর বার্তা, ‘‘আমি এসে গিয়েছি তো৷ সমস্যাগুলো চলে যাবে৷’’ অন্যদিকে, খোঁচা দিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ‘‘নতুন করে রাজনৈতিক দল হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা চলছে৷ মানুষের কাছে তৃণমূল সম্পর্কে যে ধারণা আছে তার কোনও পরিবর্তন হবে না৷’’   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *