শিলিগুড়ি আদালতে প্রথম ফাঁসির সাজা ঘোষণা

শিলিগুড়ি : এই প্রথম ফাঁসির সাজায় শোনাল শিলিগুড়ি আদালত৷ তিন জন আসামিকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে শিলিগুড়ি আদালতের তরফে৷ গত ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর মাটিগাড়া থানার অন্তর্গত শিবমন্দির এলাকার বাসিন্দা প্রদীপ বর্ধন ও স্ত্রী দীপ্তি বর্ধন ও ছেলে প্রসেনজিৎ বর্ধনকে খুন করে তিন অভিযুক্ত৷ আর সেই আপরাধে সহদেব বর্মন, দিপু সূত্রধর ও চিরঞ্জিত মণ্ডলের বিরুদ্ধে

শিলিগুড়ি আদালতে প্রথম ফাঁসির সাজা ঘোষণা

শিলিগুড়ি : এই প্রথম ফাঁসির সাজায় শোনাল শিলিগুড়ি আদালত৷ তিন জন আসামিকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে শিলিগুড়ি আদালতের তরফে৷

গত ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর মাটিগাড়া থানার অন্তর্গত শিবমন্দির এলাকার বাসিন্দা প্রদীপ বর্ধন ও স্ত্রী দীপ্তি বর্ধন ও ছেলে প্রসেনজিৎ বর্ধনকে খুন করে তিন অভিযুক্ত৷ আর সেই আপরাধে সহদেব বর্মন, দিপু সূত্রধর ও চিরঞ্জিত মণ্ডলের বিরুদ্ধে ফাঁসির সাজা ঘোষণা করেছে আদালত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 14 =