কলকাতায় ফের করোনায় মৃত্যু, আইডি থেকে রিপোর্ট যাচ্ছে স্বাস্থ্য ভবনে

কলকাতায় ফের করোনায় মৃত্যু, আইডি থেকে রিপোর্ট যাচ্ছে স্বাস্থ্য ভবনে

কলকাতা: রাজ্যে ফের ঘনাচ্ছে করোনার কালো মেঘ। ইতিমধ্যেই দেশজুড়ে ফের দাপট দেখাতে শুরু করেছে করোনা ভাইরাস। মহারাষ্ট্র, কেরল, দিল্লির মতো একাধিক রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ লাগামছাড়া হারে বাড়তে শুরু করায় দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই পার করেছে চার হাজারের গণ্ডি। নতুন করে করোনা মোকাবিলায় নিয়ম-নীতি জানাতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে এই সমস্ত রাজ্যে পাঠানো হয়েছে নয়া নির্দেশিকাও। এমতাবস্থায় বাংলাতে ফের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক মহিলার। জানা যাচ্ছে শনিবার ভোর বেলা কলকাতার আইডি হাসপাতালে ওই মহিলার মৃত্যু হয়েছে। প্রসঙ্গত কয়েক মাস ধরে মৃত্যুহীন ছিল আমাদের এই রাজ্য। কিন্তু গত সপ্তাহের শনিবার অর্থাৎ ২৯ মে রাজ্যে ফের করোনায় মৃত্যুর ঘটনা ঘটে। তার থেকে এক সপ্তাহ বাদে শনিবার আবারও করোনায় মৃত্যু দেখল বাংলা। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর। জানা যাচ্ছে বিকেলের মধ্যেই বেলেঘাটা আইডি থেকে মৃত ওই মহিলার রিপোর্ট পাঠানো হচ্ছে স্বাস্থ্য ভবনে।

 হাসপাতাল সূত্রের খবর, শনিবার করোনায় আক্রান্ত হয়েছে মহিলার মৃত্যু হয়েছে তিনি বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন। প্রথমে তিনি তেঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকলেও পরবর্তীতে ২ জুন তার অবস্থার অবনতি হলে ওই মহিলাকে স্থানান্তরিত করে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে আইডি হাসপাতালেই তিনি ভেন্টিলেশনে ছিলেন। গত শুক্রবার মধ্যরাতে তার অবস্থা ফের খারাপ হয় এবং শনিবার ভোরে তার মৃত্যু হয়। জানা যাচ্ছে করোনায় আক্রান্ত হওয়ার কারণে ওই মহিলার ফুসফুস ৯০ শতাংশ অকেজো হয়ে গিয়েছিল। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে পরপর দুজনের করোনায় মৃত্যুর ঘটনায় উদ্বেগ বেড়েছে চিকিৎসক মহলে।

 অন্যদিকে জানা যাচ্ছে শনিবার সকালেই কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ তেলেঙ্গানা, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল এবং তামিলনাড়ুর স্বাস্থ্যসচিবদের করোনা পরিস্থিতির মোকাবিলায় নয়া নির্দেশ দিয়ে একটি চিঠি পাঠিয়েছেন। উল্লেখ্য, দেশের এই রাজ্যগুলোতেই এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। মহারাষ্ট্র এবং কেরলে ইতিমধ্যেই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা হাজার পার করেছে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফের কোমর বেঁধে মাঠে নামছে সরকার।
 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − four =