মাতৃভূমি লোকালে এবার ফার্স্টক্লাস কামরা, জানেন উঠতে গেলে গুনতে হবে কত টাকা?

মাতৃভূমি লোকালে এবার ফার্স্টক্লাস কামরা, জানেন উঠতে গেলে গুনতে হবে কত টাকা?

First-Clas

কলকাতা: কেন্দ্রে তখন মনমোহন সিং সরকার৷ রেল মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সময় শিয়ালদহ উত্তর ও দক্ষিণ শাখায় প্রথম লেডিস স্পেশাল ট্রেন চালু করেন তিনি৷  এত বছর পর সেই ট্রেনে চালু হচ্ছে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট৷ তবে সাধারণ টিকিট কেটে এই কম্পার্টমেন্টে ওঠা যাবে না৷ মাতৃভূমি লেডিজ স্পেশালের ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে চাপতে গেলে গুনতে হবে  ৯ গুণ বেশি ভাড়া!

সবকিছু ঠিক থাকলে দেবীপক্ষের শুরুতেই চালু হয়ে যাবে মার্তৃভূমির ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট৷ সম্ভবত ১৫ অক্টোবর থেকে শিয়ালদহ-রানাঘাট রুটে নয়া পরিষেবা শুরু হবে। এই মুহূর্তে সেকেন্ড ক্লাসে চেপে শিয়ালদহ থেকে রানাঘাট যেতে গেলে ভাড়া লাগে মাত্র ২০ টাকা। কিন্তু, এই একই দূরত্ব ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে চেপে যেতে হলে যাত্রীদের দিতে হবে ১৭৮ টাকা। অর্থাৎ প্রায় ৯ গুণ বেশি ভাড়া লাগছে লোকাল ট্রেনের ফার্স্ট ক্লাস কোচের মজা উপভোগ করার জন্য। শিয়ালদহ ডিভিশনের এই শাখায় নিত্যদিন হাজার হাজার যাত্রী রেল সফর করেন। নিত্যযাত্রীরা অধিকাংশই মান্থলি টিকিট কাটেন। রোজ রোজ কাউন্টারে দাঁড়িয়ে টিকিট কাটা যেমন সময় সাপেক্ষ তেমনই বিরক্তিরও বিয়৷ তাউ একবারে ৩০ দিনের ভাড়া কেটে নিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তাঁরা। সেকেন্ড ক্লাসে শিয়ালদহ থেকে রানাঘাটের মধ্যে যাতায়াত করতে মান্থলির খরচ পড়ে ৩৫৫ টাকা। ফার্স্ট ক্লাসের যাত্রী হতে চাইলে গুনতে হবে ১ হাজার ২০০ টাকা৷ 

কী সুবিধা থাকছে এখানে? ফার্স্ট ক্লাস কামরায় কাঠের আসনের বদলে থাকবে পুরু গদি যুক্ত সিট। কোচের মেঝেতে পাতা হবে সুন্দর ম্যাট৷ এছাড়াও কামরার ভিতরে থাকবে নারী শক্তির কথা বলে এমন একাধিক ছবি। এখানে থাকবে না লোকাল ট্রেনের অপ্রিয় অভিজ্ঞতা৷ তবে রেল কর্তাদের একাংশের দাবি, গদির সিটে যাত্রা করার জন্য ক’জন মহিলা যাত্রী ৯ গুণ বেশি ভাড়া দিয়ে  এই কোচে উঠতে আগ্রহী হবেন, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 9 =