খাস কলকাতায় এলোপাথাড়ি গুলি! ‘গ্যাংওয়ার’-এ গুরুতর আহত ২

একজনের কানে এবং একজনের পায়ে গুলি লেগেছে বলে জানা গিয়েছে।

কলকাতা: কোন সিনেমার শুটিং-এর দৃশ্য নয়। একেবারে বাস্তব ঘটনা তাও আবার খাস কলকাতায়। প্রকাশ্যে গুলি চলল আনন্দপুরের গুলশন নগরে। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এইগুলি চলেছে বলে খবর। ঘটনায় ইতিমধ্যেই দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। একজনের কানে এবং একজনের পায়ে গুলি লেগেছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, প্রমোটিং এবং এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয় শুক্রবার রাতে। সেই প্রেক্ষিতেই প্রকাশ্যে গুলি চলার মতো ঘটনা ঘটে। একে অপরকে লক্ষ্য করে গুলি চালানোর সময় দুইজন গুরুতর আহত হয়। তারা আপাতত ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নাম মহম্মদ সাজিদ এবং নাদিম আশরাফ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেল থেকেই ঝামেলার সূত্রপাত হয় ওই এলাকায়। প্রথমে মৌখিক বিভাগ থেকে শুরু হবার পর অবশেষে গুলি চলার মতো ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে একটি বহুতলের ছাদের উপর থেকে এলোপাথাড়ি গুলি ছুড়ছে দুষ্কৃতীরা। যদিও এই ভিডিওর সত্যতা সম্পর্কে এখনও স্পষ্ট ধারণা নেই।

জনবসতি এলাকায় এইভাবে প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনায় ইতিমধ্যেই আতঙ্কগ্রস্থ হয়েছে এলাকাবাসী। কেউ কেউ জানাচ্ছেন, যারা এই ঝামেলার সঙ্গে যুক্ত তারা একই রাজনৈতিক দলের সদস্য এবং সমর্থক। সুতরাং এক প্রকার এটি গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা বলেও অনুমান করা হচ্ছে। প্রসঙ্গত, বঙ্গ বিজেপি শিবির বারবার কলকাতা সহ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও সমালোচনা করা হয়েছে এবং হচ্ছে। সেই প্রেক্ষিতে শহর কলকাতার বুকে এই ধরনের একটি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এবং বিতর্কের সৃষ্টি হয়েছে। শহর তথা রাজ্যের নিরাপত্তা নিয়ে ফের একবার সন্দেহ প্রকাশ করছে একাংশ। এখন দেখা যাক, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের থেকে জেরায় আর কি তথ্য উঠে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *