বাংলার পরিবর্তে ভিন্ দেশের ভাষায় আজ মেয়র পদে শপথ নেবেন ফিরহাদ

কলকাতা: আজ, সোমবার কলকাতা পুরসভার মেয়র পদের জন্য নির্বাচন হবে এস এন ব্যানার্জি রোডের ছোট লালবাড়ির অধিবেশন কক্ষে। বেলা ১টায় শুরু হবে নির্বাচন প্রক্রিয়া। চলবে দেড় ঘণ্টা। গোপন ব্যালটে নেওয়া হবে ভোট। মেয়র পদের জন্য তৃণমূলের তরফে লড়ছেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম এবং বিজেপির তরফে মীনাদেবী পুরোহিত। এই নির্বাচনের ফলাফল নিয়ে কোনও মহলেরই

বাংলার পরিবর্তে ভিন্ দেশের ভাষায় আজ মেয়র পদে শপথ নেবেন ফিরহাদ

কলকাতা: আজ, সোমবার কলকাতা পুরসভার মেয়র পদের জন্য নির্বাচন হবে এস এন ব্যানার্জি রোডের ছোট লালবাড়ির অধিবেশন কক্ষে। বেলা ১টায় শুরু হবে নির্বাচন প্রক্রিয়া। চলবে দেড় ঘণ্টা। গোপন ব্যালটে নেওয়া হবে ভোট। মেয়র পদের জন্য তৃণমূলের তরফে লড়ছেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম এবং বিজেপির তরফে মীনাদেবী পুরোহিত। এই নির্বাচনের ফলাফল নিয়ে কোনও মহলেরই আপাতভাবে কোনও সংশয় নেই। কারণ কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের কাউন্সিলাররা ভোট দিয়ে মেয়র নির্বাচন করবেন। এই ১৪৪টি ওয়ার্ডের মধ্যে এখন ১৪৩টিতে কাউন্সিলার রয়েছেন। ১১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বছর দু’য়েক আগে প্রয়াত হওয়ার পর এখনও সেখানে কোনও পুর-প্রতিনিধি নির্বাচন হয়নি। এই ১৪৩ জনের মধ্যে তৃণমূলেরই প্রতিনিধি রয়েছেন ১২২ জন। সিপিএম সহ বামদলগুলির সম্মিলিত কাউন্সিলার সংখ্যা ১৪। বিজেপির কাউন্সিলার রয়েছেন মাত্র পাঁচ জন। আর কংগ্রেসের রয়েছেন দু’জন কাউন্সিলার। তাই এই নির্বাচনে ফিরহাদ সাহেবের (ববি হাকিম) জয় নিয়ে কোনও সংশয়ই নেই। সব কিছু ঠিকঠাক থাকলে আজই শপথ নিতে পারেন নতুন মেয়র৷ ইংরেজি ভাষায় শপথ নেওয়ার কথা তাঁর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + ten =