‘রাজ্যপাল অযথাই অমিত শাহের কথা শুনছেন’, বন্দি মুক্তি ইস্যুকে বোসকে নিশানা ফিরহাদের

‘রাজ্যপাল অযথাই অমিত শাহের কথা শুনছেন’, বন্দি মুক্তি ইস্যুকে বোসকে নিশানা ফিরহাদের

কলকাতা: বন্দি মুক্তিকে কেন্দ্র করে শুরু হয়েছ রাজ্য বনাম রাজভবনের নয়া সংঘাত৷ প্রতি বছর স্বাধীনতা দিবসে কিছু বন্দিকে মুক্তি দেওয়াটা দস্তুর। রীতি মেনে যাদের মুক্তি দেওয়া হচ্ছে, তাদের নামের তালিকা রাজভবনে পাঠিয়ে দেয় রাজ্য৷ সূত্রের খবর, নবান্ন থেকে পাঠানো বন্দিদের সেই তালিকা নিয়ে আপত্তি জানিয়েছেন রাজ্যপাল। সেই তালিকা ফেরতও পাঠিয়ে দেওয়া হয়েছে৷ এই সংঘাতের জেরেই ফি-বছর স্বাধীনতা দিবসে বন্দি মুক্তির যে রেওয়াজ ছিল, এবারে আর তা  হল না।

এই বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই তরজায় জড়িয়েছে শাসক ও বিরোধী শিবির। এদিন তোপ দেগে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, রাজ্যপাল অযথা অমিত শাহের কথা শুনছেন৷ তিনি বলেন, প্রতি বছর স্বাধীনতা দিবসে বন্দিদের মুক্তি দেওয়া হয়। রাজ্যপাল তাতে সই করেন। কিন্তু, অত্যন্ত দুঃখের বিষয় যে, এবার রাজ্যপালের সেটা করলেন না৷ 

 রাজ্যপালের উদ্দেশে ফিরহাদের প্রশ্ন, “এই প্রক্রিয়াটা বন্ধ করে আপনি কী দেখাতে চাইছেন? পাওয়ার? বোঝাতে চাইছেন, অমিত শাহের নির্দেশে কত জোর, যে বন্দিমুক্তির ফাইল ফেরৎ দিয়ে দিলেন?” তিনি আরও বলেন, ‘‘এটা ঠিক হচ্ছে না। প্রশাসনকে প্রশাসনের মতো চলা উচিত। আমরা সবাই রাজ্যপালের চেয়ারকে সম্মান করি। রাজ্যপালের চেয়ার নিরপেক্ষ থাকবে, আমরা সেটাই আশা করি। কিন্তু যখন দেখি, রাজ্যপাল তাঁর অ্যাপয়েন্টিং অথরিটির কথা শুনছেন, তখন মনটা ব্যথিত হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 2 =