‘বেসুরো’ রাজীবকে দলে আহ্বান দিলীপের, ‘মুক্ত আকাশে’ কাজের বার্তা ফিরহাদের

‘বেসুরো’ রাজীবকে দলে আহ্বান দিলীপের, ‘মুক্ত আকাশে’ কাজের বার্তা ফিরহাদের

 

কলকাতা: দলে থেকেও তিনি বেসুরো গাইতে শুরু করেছেন, তা আজ স্পষ্ট হয়েছে আরও একবার৷ ফেসবুক লাইভে এসে দলের প্রতি তার জমতে থাকা ক্ষোভের কথা উগড়ে দিয়েছেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়৷ তবে দলের সমালোচনা করায় এদিন রাজীবকে পাল্টা দিলেন ফিরহাদ হাকিম৷ রাজীবের কাজে বাধা দেওয়ার প্রসঙ্গে ফিরহাদ বলেন, দলে থেকেও মুক্ত আকাশে কাজ করছেন তাঁরা৷ একইসঙ্গে কড়াভাবে জানালেন, ক্যাবিনেট মন্ত্রীর কোনও অভিযোগ থাকলে সেটা রাস্তায় দাঁড়িয়ে জানানোর জায়গা নয়৷

এদিন রাজীব প্রসঙ্গে পুরও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ভাইয়ে ভাইয়ে রাগ হতে পারে৷ রাগ মিটিয়ে ভালোভাবে কাজ করুক৷ আমাদের বয়স হচ্ছে ওরাই ভবিষ্যত প্রজন্মের কাছে অনুপ্রেরণা৷ এদিকে শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ সেখানে রাজীব বন্দ্যোপাধ্যায়কে ফের একবার দলে আহ্বান জানান দিলীপ৷ বলেন, তৃণমূলে থেকে কাজ করতে পারবেন না, কাজ করতে চাইলে বিজেপিতে আসুন৷

বাংলা ভোটের আগে তৃণমূল থেকে অনেক নেতাকে ভাঙিয়েছে গেরুয়া শিবির৷ তবে বিজেপিতে এলেই যে মিলবে টিকিট, তেমনটাও কিন্তু নয়৷ মুকুল-দিলীপকে দিল্লিতে ডেকে অমিত শাহ-জেপি নাড্ডারা স্পষ্ট করে দিয়েছেন, বিজেপিতে যোগ দিলেই টিকিট পাওয়া যাবে এমন হবে না। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, হয়ত এজন্যই আর ফেসবুক লাইভে বেশ সাবধানী ভূমিকা রেখেই কথা বলেছেন রাজীব৷ যাতে একুল ওকুল দুকুল ছাড়া না হয়৷ একইসঙ্গে সুকৌশলে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও স্পষ্ট কথা বলেননি তিনি৷ তবে রাজীবের মান ভাঙাতে এখন তৃণমূলের ভূমিকা কী হয় সেটাই দেখার৷ আদেও কী মিটবে এই মান অভিমানের পালা৷ না ভোটের আগে কোনও বোমা ফাটাবেন রাজীব? সেটাই এখন দেখার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − fifteen =