কলকাতা: ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের অসঙ্গতির কারণে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বড় মেয়ে প্রিয়দর্শিনীকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি! সোমবার সকালে বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে এই খবর৷ কলকাতা পুরসভার প্রশাসক ববি হাকিমের মেয়েকে সমন পাঠানোর খবর ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷ নেট দুনিয়ায় খবর ছড়িয়ে পড়তেই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন ফিরহাদ হাকিম ও প্রিয়দর্শিনী নিজেও৷
কোনও রকম নোটিস আসেনি৷ মিথ্যে প্রচার করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ফিরহাদ হাকিমে৷ ফেসবুকে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন প্রিয়দর্শিনী হাকিমও৷ কলকাতার পুর প্রশাসক ফিরহাদ সাফ জানিয়ে দিয়েছেন, তেমন কোনও নোটিস তাঁদের হাতে আসেনি৷ ইডির নোটিস সংক্রন্ত খবর ছড়িয়ে পড়তেই চূড়ান্ত উষ্মা প্রকাশ করে ফেসবুক পোস্ট করেছেন প্রিয়দর্শিনী৷ মিথ্যে ও ভিত্তিহীন বলে দাবি করেন প্রিয়দর্শিনী ফেসবুকে লেখেছেন, ‘আমার বাবা রাজততীনিবীদ৷ বদনাম করতেই অপপ্রচার করা হচ্ছে৷ হেনস্থা করতে টেনে আনা হচ্ছে৷ বিরোধীদের হেনস্থা করতে বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করা হচ্ছে৷’’
উল্লেখ্য, এই মুহূর্তে বিদ্যুৎ সংস্থায় কাজ করেন ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী। এই সংস্থায় তিনি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কাজকর্ম দেখভাল করেন৷ তাঁর বিরুদ্ধে ওঠা বিপুল অর্থ লেনদেন সংক্রান্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রিয়দর্শিনী হাকিম৷