ফিরহাদ হাকিমের গ্রেফতারিতে উত্তপ্ত চেতলা, বিক্ষোভে তৃণমূল কর্মীরা

ফিরহাদ হাকিমের গ্রেফতারিতে উত্তপ্ত চেতলা, বিক্ষোভে তৃণমূল কর্মীরা

কলকাতা: ফিরহাদ হাকিমকে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল চেতলা। রাস্তায় বিক্ষোভে নেমেছেন তৃণমূলের বহু বিক্ষুব্ধ কর্মী-সমর্থক। সিবিআইয়ের বিরুদ্ধে  স্লোগান দিচ্ছেন তাঁরা।

সোমবার সকাল পৌনে ন’টা নাগাদ ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা। নারদ মামলায় পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমকে গ্রেফতার করে সিবিআই৷ সিবিআইয়ের সঙ্গে ফিরহাদ হাকিম বাড়ি থেকে বেরতেই ক্ষোভে ফেটে পড়েন সেখানে উপস্থিত তৃণমূল কর্মীরা।  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গাড়ির সামনে শুয়ে পড়ে তাঁদের নেতা ফিরহাদ হাকিমকে নিয়ে যেতে সিবিআইকে বাধা দেন তাঁরা। সিবিআইয়ের বিরুদ্ধে চলতে থাকে স্লোগান। কর্মীদের শান্ত থাকার আবেদন করে সিবিআঅইয়ের সঙ্গে গাড়িতে ওঠেন ফিরহাদ। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় গাড়ি থেকে নেমে আবারও কর্মী সমর্থকদের বোঝানোর চেষ্টা করেন মন্ত্রী। শেষপর্যন্ত সিবিআই আধিকারিকদের সঙ্গে গাড়িতে করে চলে যান তিনি। সেই সময় তাঁদের কাটিয়ে সিবিআই ফিরহাদ হাকিমকে নিয়ে চলে গেলেও, এরপরই বিক্ষোভ দেখাতে চেতলা সেন্ট্রাল রোডে বসে পড়েন তৃণমূলের কর্মীরা।

চিকিৎসক ও অ্যাম্বুল্যান্স ছাড়া সব গাড়ি আটকে দেওয়া হয়। যদিও বর্তমানে লকডাউন জারি হওয়ায় রাস্তায় গাড়ি সেভাবে যাতায়াত করছে না। বিক্ষোভের জেরে সেটুকু যান চলাচলও পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। রাস্তায় শুয়ে পড়েন ফিরহাদ হাকিমের বহু অনুগামী। ফিরহাদ হাকিমের বাড়ির বাইরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। শেষ পাওয়া খবর অনুযায়ী, চেতলায় পরিস্থিতি উত্তপ্ত। তবে ফিরহাদ হাকিমকে আদৌ গ্রেফতার করা হয়েছে কি না, তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছে, পরিবহণ মন্ত্রীকে গ্রেফতার নয় আটক করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *