Aajbikel

মুখ দেখানোর জন্য বিক্ষোভ! SLST চাকরিপ্রার্থীদের প্রতিবাদকে নিশানা ফিরহাদের

 | 
ফিরহাদ হাকিম

কলকাতা: এমএলএ হস্টেলের গেটের বাইরে ২০১৬ সালের এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভকে চরম কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, বিরোধীদের ইন্ধন পেয়ে এই কাজ করেছে চাকরিপ্রার্থীরা। যেখানে গিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে সেখান থেকে চাকরি পাওয়ার কোনও সম্ভাবনাই নেই। তাও ওই স্থানে কেন বিক্ষোভ দেখানো হচ্ছে সেই প্রশ্ন তোলেন তিনি। 

বুধবার সকালে কলকাতার কিড স্ট্রিটে এমএলএ হস্টেলের গেটে বিক্ষোভে বসেন ২০১৬ সালের এসএলএসটি চাকরি প্রার্থীরা। তাঁদের অভিযোগ, বিধানসভায় কেউ নিয়োগ জটিলতার প্রসঙ্গ তুলছে না। বিক্ষোভকারীদের অকুস্থল থেকে হঠাতে ময়দানে নামে পুলিশ। প্রথমে ৫ মিনিটের মধ্যে জায়গা খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু বিক্ষোভকারীরা অবস্থানে অনড় থাকে। আর তাদের এই প্রতিবাদকেই নিশানা করেন ফিরহাদ হাকিম। তাঁর সাফ বক্তব্য, এমএলএ হোস্টেলের বিধায়কদের চাকরি দেওয়ার কোনও ক্ষমতা নেই। সংবাদমাধ্যমে মুখ দেখানোর জন্যই এই কাজ করেছে এসএলএসটি চাকরিপ্রার্থীরা।

এদিকে চাকরিপ্রার্থীদের বক্তব্য, রাজ্যের অশান্তি থেকে মণিপুর প্রসঙ্গ, বিভিন্ন ইস্যুতে বিধানসভা উত্তাল হলেও, কোনও দল একবারের জন্যেও চাকরিপ্রার্থীদের প্রসঙ্গ তোলেনি বিধানসভায়। কেউ নিয়োগ জটিলতার প্রসঙ্গ তুলছে না। সেই প্রেক্ষিতেই এই বিক্ষোভ প্রদর্শন করে অসহায় হয়ে কান্নায় ভেঙে পড়েন চাকরিপ্রার্থীদের অধিকাংশ। তারা এও দাবি করেন, বুধবারই বিধানসভায় তাঁদের বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে। 

Around The Web

Trending News

You May like