‘দেউলিয়াপনা কোন জায়গায় দাঁড়িয়েছে!’ বিজেপি ‘প্রার্থী’কে পাশে বসিয়ে কটাক্ষ ফিরহাদের

‘দেউলিয়াপনা কোন জায়গায় দাঁড়িয়েছে!’ বিজেপি ‘প্রার্থী’কে পাশে বসিয়ে কটাক্ষ ফিরহাদের

কলকাতা: তিনি তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়ক মালা সাহার স্বামী তরুণ সাহা। কাশিপুর-বেলগাছিয়া কেন্দ্র থেকে তাকে আগামী বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি! তালিকা প্রকাশ পেতেই তরুণ সাহা স্পষ্ট জানিয়েছেন তিনি তৃণমূল কংগ্রেসে রয়েছেন, বিজেপিতে যাওয়ার কোন প্রশ্নই নেই, প্রার্থী হওয়াতে দূর। এদিন সেই বিজেপি প্রার্থীকে নিজের পাশে বসিয়ে একযোগে মোদী-শাহকে কটাক্ষ করলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বললেন, দেউলিয়াপনা কোথায় গিয়ে দাঁড়িয়েছে…

আজ কাশিপুর-বেলগাছিয়া কেন্দ্রের বিধায়ক মালা সাহার স্বামী তরুণকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন ফিরহাদ হাকিম। সেখানে তিনি মন্তব্য করেন, তরুণ সাহা গতকাল রাত পর্যন্ত কাশিপুর-বেলগাছিয়ার এইবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী অতীন ঘোষের হয়ে প্রচার করেছেন এবং ব্যানার-পোস্টার লাগিয়েছেন। বিজেপির এত দেউলিয়া অবস্থা যে রাতের বেলা ভিক্ষে চাইছে। গতকাল বিজেপির বাকি কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ পাওয়ার পর এই ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে আবার। সেই বিতরকের অন্যতম কেন্দ্রবিন্দু ছিলেন তরুণ সাহা। বিজেপির প্রার্থী তালিকা নাম দেখে তিনি অবাক হয়ে যান। স্পষ্টতই জানিয়ে দেন, বিজেপির হয়ে ভোটে দাঁড়াচ্ছেন না তিনি। কথা না বলেই তাঁকে প্রার্থী হিসেবে ঘোষণা করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসেই আছেন এবং থাকবেন। 

আরও পড়ুন- ষড়যন্ত্র না দুর্ঘটনা? নন্দীগ্রামকাণ্ডে জমা পড়ল না যৌথ কমিটির রিপোর্ট

নির্দিষ্ট ওই কেন্দ্রে এবার অতীন ঘোষের প্রার্থী হওয়া নিয়েও কোনরকম বিতর্কের সূত্রপাত হয়নি তৃণমূল কংগ্রেসের অন্দরে। মালা সাহা এবং তরুণ সাহা বিজেপিতে যাওয়ার ব্যাপারে কোনো রকম মন্তব্য করেননি বা ইঙ্গিত দেননি। তাই প্রার্থী তালিকায় তাঁর নাম দিয়ে স্বাভাবিক ভাবেই নিজেদের অস্বস্তি নিজেরাই বাড়িয়েছে ভারতীয় জনতা পার্টি। একই রকম ঘটনা ঘটেছে প্রয়াত প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্রের ব্যাপারে। তাঁকেও চৌরঙ্গী থেকে বিজেপি প্রার্থী করেছে, কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিজেপির হয়ে ভোটে করার কোন প্রশ্নই ওঠে না এবং তিনি কোন দিন বিজেপিতে যাবেন না। সবমিলিয়ে প্রার্থী তালিকা নিয়ে বিতর্ক এবং অস্বস্তি কোনটাই কাটছে না বিজেপির।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =