firhad hakim
কলকাতা: শাহজাহান শেখ কোথায়? ইডি অফিসাররা মার খাওয়ার ২৩ দিন পরেও অধরা তৃণমূল নেতার অন্তর্ধান রহস্য। শুক্রবার আচমকাই সোশাল মিডিয়ায় ‘অ্যাকটিভ’ হন সন্দেশখালির ‘বাদশা’৷ একটি পোস্টও করেন ‘ফেরার’ তৃণমূল নেতা। কিন্তু এর পরেও তাঁর টিকি খুঁজে পাওয়া যায়নি৷ এবার শাহজাহান ইস্যুতে মুখ খুললেন ফিরহাদ হাকিম৷ সন্দেশখালির তৃণমূল নেতার কড়া সমালোচনা করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মহানাগরিক৷ এই প্রথম শাহজাহানের বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূলের কোনও বড় নেতা। ইডির উপর হামলা প্রসঙ্গে ফিরহাদের বক্তব্য, ‘‘শাহজাহান যেটা করেছে, তা অন্যায়৷ আমি সংবাদমাধ্যমে দেখেছি, অফিসারদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে৷ নিশ্চিত ভাবেই এটা অন্যায়৷ ’’ হঠাৎ কেন সমালোচনা করলেন শাহজাহান?
তৃণমূলের অন্দরে কানাঘুষো, ইডির বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শাহজাহান ইডি-র সামনে হাজিরা দিতে পারেন। অনেকের মতে, সেটা আন্দাজ করেই আগেভাগে শাহজাহানের সমালোচনা করে রাখলেন ববি।