৮০ ঊর্ধ্বদের বাড়িতে ভ্যাকসিন, শুরু হবে দ্বিতীয় ডোজ, জানালেন ফিরহাদ

৮০ ঊর্ধ্বদের বাড়িতে ভ্যাকসিন, শুরু হবে দ্বিতীয় ডোজ, জানালেন ফিরহাদ

কলকাতা:  কোভিডের দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত৷ সেই কঠিন পরিস্থিতি সামাল দেওয়া গেলেও, চোখ রাঙাচ্ছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা৷ কোভিড রুখতে টিকাকরণের উপর জোড় দেওয়া হলেও, দেখা দিয়েছে ভ্যাকসিনের আকাল৷ এদিন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, কোভ্যাক্সিন নিয়ে নিয়ে সমস্যা চলছিল। তবে এবার থেকে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার কোভ্যাক্সিন দেওয়া হবে। ৩ তারিখে কলকাতার বিভিন্ন সেন্টারে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলেও জানান ফিরহাদ হাকিম।

আরও পড়ুন- ‘চললাম’! রাজনৈতিক সন্ন্যাসের পথে বাবুল? জল্পনা উস্কে ফের ফেসবুক পোস্ট সাংসদের

 তিনি জানান, যাঁরা যেখান থেকে প্রথম ডোজ নিয়েছেন, সেখান থেকেই তাঁদের দ্বিতীয় ডোজ নিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর কাছে থেকে যত সংখ্যা ভ্যাকসিন চেয়েছেন, সেটা যদি দেওয়া হয় তবেই ভ্যাকসিনের সমস্যা মিটবে৷ পাশাপাশি তিনি আরও জানান, অশীতিপর মানুষদের ভ্যাকসিন সেন্টারে যাওয়ার দিন শেষ। এবার থেকে তাঁদের বাড়িতে গিয়ে টিকা দেওয়া হবে। তাছাড়া যাঁরা শয্যাশায়ী, তাঁদের জন্য স্পেশাল ক্যাটাগরি করা হয়েছে৷ তাঁদেরও বাড়িতে গিয়েও ভ্যাকসিন দেওয়া হবে। তবে সেই বাড়ির প্রতিটি সদস্যকে আগে থেকে ভ্যাকসিন নিয়ে নিতে হবে। এটা দুয়ারে ভ্যাকসিন নয়। শুধু বিশেষ বিশেষ ক্ষেত্রে এটা করা হবে।

আরও পড়ুন- লাগাতার বৃষ্টিতে বন্যার আশঙ্কা, পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা শাসকদের নিয়ে বৈঠকে মুখ্যসচিব

টিকা নেওয়ার জন্য দীর্ঘ লাইন দিতে হচ্ছে৷ সে প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, কিছু জায়গা ভ্যাকসিনের লাইন আছে। সেখানে সমস্যা হচ্ছে। সেদিকে নজর দেওয়া হচ্ছে৷ তাছাড়া যে সকল এলাকায় জল জমে রয়েছে সেখানে পাম্পিং স্টেশন করা হচ্ছে। আগামী বর্ষায় আর জল জমবে না বলেও আশ্বাস  ফিরহাদ হাকিমের।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =