জল জমার সমস্যা মেটাতে জোর, প্রধান সেবক হতে চান ফিরহাদ

জল জমার সমস্যা মেটাতে জোর, প্রধান সেবক হতে চান ফিরহাদ

কলকাতা: আজ ৩৯ তম মেয়র হিসাবে শপথ নিয়েছেন ফিরহাদ হাকিম। শপথ গ্রহণের পর ফিরহাদ বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রত্যাশা নিয়ে যে বোর্ড গঠন করেছেন সেই বোর্ডকে তিনি মনোনিত করেছেন৷ মানুষের সেবা করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাশা৷ তিনি কলকাতাকে বিশ্বের শ্রেষ্ঠ শহরে পরিণত করতে চান৷ কীভাবে সেই স্বপ্ন পূরণ হবে সেই কথাই সাংবাদিক বৈঠকে উল্লেখ করলেন তিনি।

এদিন ফিরহাদ বলেন, তিনি কলকাতার প্রধান সেবক হতে চান। কলকাতাবাসীর স্বপ্ন পুরণ করতে হবে তাঁকে। এর পরেই এলাকাভিত্তিক কী পরিকল্পনা রয়েছে এবং তা কীভাবে এগোনো হবে সেই সম্পর্কে ব্যাখ্যা দেন তিনি। প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার জন্য এলাকায় এলাকায় সেন্টারের কথা উল্লেখ করেন ফিরহাদ। আবার জানান, পরিষেবা এমন দিতে হবে যাতে কাউন্সিলরকে ডাকলেই পাওয়া যায়। এরপর তিনি কলকাতার সবচেয়ে বড় ‘সমস্যা’ জল জমার সমস্যার কথা বলেন। এই প্রসঙ্গে জানান, মূলত শহরের যে সমস্ত ‘পকেটে’ জল জমে, যেমন বেহালা, ঠনঠনিয়া কালীবাড়ি, খিদিরপুর, সেইসব জায়গায় নতুন পাম্প স্টেশন হবে। কমপক্ষে ২০০ পাম্প বসানো হবে বলেই জানান তিনি। ফিরহাদের কথায়, এই সব পাম্প দিয়ে পাম্পিং সিস্টেম আরও শক্তিশালী হবে। পাশাপাশি খালগুলির সংস্কার নিয়েও কাজ শুরু হবে শীঘ্রই বলে জানিয়েছেন মেয়র।  

এছাড়া পার্কিং দুর্নীতি কম করতে গোটা বিষয়টাই অনলাইন অ্যাপে করা হবে এদিন জানিয়েছেন ফিরহাদ হাকিম। একই সঙ্গে, বিজ্ঞাপনের জন্য যাতে শহরে দৃশ্যদূষণ না হয় তার জন্য আলাদা কমিটি গঠন করা হবে উল্লেখ করেন তিনি। তাঁর আরও সংযোজন, কলকাতার আরও একটা বড় সমস্যা পুরোনো বাড়ি, যেগুলি বিপজ্জনক বাড়ি, সেখান থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে বাড়ি ভেঙে দেওয়া। পরে সেই জমিতে নতুন জায়গা করে তাদের পুনর্বাসন দেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =