দিলীপ ঘোষ অবহেলিত, খারাপ লাগছে ফিরহাদের

দিলীপ ঘোষ অবহেলিত, খারাপ লাগছে ফিরহাদের

de0b3f74061ba666755b2623a6b79233

কলকাতা: আজ সম্প্রসারিত হল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বাংলা থেকে চারজন নতুন মন্ত্রী হচ্ছেন, বাদ পড়েছেন বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরী। কিন্তু যে চারজন নতুন মন্ত্রী হচ্ছেন তাদের মধ্যে নাম নেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের, আর এই ইস্যুতে তাঁকে খোঁচা দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বললেন, তাঁকে দেখে তাঁর খারাপ লাগে, কষ্ট হয়। ফিরহাদের দাবি, দিলীপ ঘোষ বারবার অবহেলিত হন। 

কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল প্রসঙ্গে কথা বলতে গিয়ে ফিরহাদ বলেন, এটা বিজেপি দলের ব্যাপার, এই ব্যাপারে তিনি কিছু বলতে চান না। তিনি ওই দলের সদস্য নন, এবং ওই দলের নীতি বিশ্বাসও করেন না, তাই রদবদল নিয়ে কিছু বলবেন না। তবে, দিলীপ ঘোষের মন্ত্রী না হওয়া প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, বিজেপির আজকের অস্তিত্বের নেপথ্যে দিলীপ ঘোষ রয়েছেন। তিনি একাই লড়ে গিয়েছেন। আজকে সেই লোকটা কোথাও যেন অবহেলিত হয়েছেন, এমনই উপলব্ধি তাঁর। যদিও ফিরহাদ বলছেন, এটা তাঁর ব্যক্তিগত বক্তব্য, দলের তরফে তিনি কিছু বলেননি। অন্যদিকে, বাকি চার জন যে মন্ত্রী হচ্ছেন, তাঁরা ‘হাফপ্যান্ট’ মন্ত্রী না ‘ফুলপ্যান্ট’, এর দিকে নজর থাকবে বলে কটাক্ষ করেন ফিরহাদ।  

আরও পড়ুন- দেবশ্রীর পরেই পদত্যাগ বাবুলের! ‘নির্দেশ দেওয়া হয়’, জানালেন তিনি

উল্লেখ্য, ইতিমধ্যেই জানা গিয়েছে, বাংলার চার সাংসদ সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক, জন বার্লা ও শান্তনু ঠাকুর মন্ত্রী হতে চলেছেন, এছাড়াও বাকিদের নামের তালিকা প্রকাশ্যে এসে গিয়েছে। নয়া মন্ত্রীদের তালিকায় জায়গা করে নিয়েছেন, সর্বানন্দ সোনেওয়াল, জোতিরাদিত্য সিদ্ধিয়া, জি কিষান রেড্ডি, অনুরাগ সিং ঠাকুর, মীনাক্ষী লেখী, প্রতিমা ভৌমিক সহ আরও অনেকে। ইতিহাস গড়ে ত্রিপুরা থেকে প্রথমবার কেউ কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন। পশ্চিম ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিক সেই ব্যক্তি। মন্ত্রিসভায় নতুনদের জায়গা করে দিতে ইতিমধ্যেই অনেকে পদত্যাগ করেছেন। আগেই জানা গিয়েছিল যে, মোদীর নয়া টিমে উঠে আসতে চলেছে একাধিক নতুন মুখ৷ সেই টিমে থাকবে তারুণ্যের ছোঁয়া৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *