কলকাতা: ঠিকা শ্রমিকদের জন্য এবার পাকা ছাদের ব্যবস্থা করল রাজ্যের আবাসন দফতর। আর ফুটপাতে নয়, তারা থাকবেন পাকা বাড়িতেই। আবাসন দফতরের দায়িত্ব নেওয়ার পর এই ঘোষণা করলেন আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম।
কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় অত্যন্ত কম ভাড়ায় বহু মানুষ বসবাস করছেন। এই আবাসনগুলির ভাড়া এতটাই কম যে, সেগুলির রক্ষণাবেক্ষণেও সমস্যায় পড়তে হচ্ছে সরকারকে। আবাসন মন্ত্রকের সিদ্ধান্ত, এই বাড়িগুলি অত্যন্ত কম টাকায় বাসিন্দাদেরই বিক্রি করে দেওয়া হবে। এরপর তাঁরাই নিজেদের মতো করে বাড়িগুলির রক্ষণাবেক্ষণ করবেন। শুধু তাই নয়, রাজ্যের বিভিন্ন সরকারি বাজারকেও ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছেন আবাসন মন্ত্রী। সেই সঙ্গে বর্তমানে বাংলার বাড়ি এবং নিজগৃহ নামে রাজ্য সরকারের যে দুটি প্রকল্প চলছে, তাতেও আরও জোর দেওয়ার কথা ঘোষণা করেছেন ফিরহাদ হাকিম। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় কাজ করতে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য পৃথক আবাসন তৈরি করা হবে। সেই অনুযায়ী জমি খোঁজা শুরু হয়ে গিয়েছে।
আবাসন দফতর জানাচ্ছে, ঠিকা শ্রমিকদের জন্য যে আবাসন তৈরি হবে সেগুলি ঠিকাদারি সংস্থাগুলিকেই ভাড়া দেওয়া হবে। তাঁরাই নিজেদের অধীনে থাকা শ্রমিকদের ওই আবাসনগুলিতে রাখবে, আবার কাজ শেষ হলে আবাসনগুলি মন্ত্রকের অধীনে তুলে দিতে হবে। এক্ষেত্রে সেই আবাসনের ভাড়াও ঠিকাদার সংস্থাকে দিতে হবে। এই সিদ্ধান্তের ফলে অন্য রাজ্য বা জেলা থেকে আসা ঠিকা শ্রমিকদের আর ফুটপাতে বা অন্য কোথাও অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হবে না।