কলকাতা: তিনি যে জিতবেন তাতে কোনো সংশয় রাখছেন না। কিন্তু যে তার পরে তিনি বিজয় মিছিল করবেন কিনা সে ব্যাপারে কোনো সংশয় নেই। ফিরহাদ হাকিম বলছেন, এখন এমন পরিস্থিতি রাজ্য এবং দেশের যে জেতার পরে বিজয় মিছিল করার কোন মানসিকতা নেই তাঁর। বরং তিনি মনে করেন জিতলে দায়িত্ব এবার অনেক বেশি।
করোনাভাইরাস পরিস্থিতির জন্য উদ্বেগ, আতঙ্ক দুইই বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। দিনদিন সংক্রমণ এবং মৃত্যুর হার যেদিকে যাচ্ছে তাতে অবশ্যই চিন্তা মুক্ত হবার কোন কারণ নেই। সেই প্রেক্ষিতেই ফিরহাদ বলছেন, হারা বা জেতা ব্যাপার নয়, মানুষের জন্য কাজ করাটাই আসল যেটা তিনি সারা বছর করেন। এবার নির্বাচনে জিতলে তাঁর দায়িত্ব অনেক বেশি থাকবে, সেই প্রেক্ষিতে রাজ্যের যা পরিস্থিতি তাতে বিজয় মিছিল করার কোন রকম পরিবেশ নেই বলেই মনে করেন তিনি। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী ফিরহাদ হাকিম। তিনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন, কেউ আটকাতে পারবেন না।