ভুয়ো ভোটার বিতর্কে পাল্টা ফিরহাদ, একহাত বিজেপিকে

ভুয়ো ভোটার বিতর্কে পাল্টা ফিরহাদ, একহাত বিজেপিকে

f7e24c6baafb0b6f61e96b94e08b12fd

কলকাতা: ভবানীপুরে খালসা স্কুলের বুথে চরম উত্তেজনা ছড়ায় আজ৷ হাতে নাতে ‘ভুয়ো ভোটার’ ধরেন খোদ বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ অভিযোগ, তৃণমূল ভুয়ো ভোটার পাঠিয়ে ছাপ্পা ভোট দিচ্ছে৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল৷ তাঁদের পাল্টা অভিযোগ, ভুয়ো ভোটার এনে অশান্তি পাকানোর চেষ্টা করছে বিজেপি৷ এই ইস্যুতে মুখ খুলে পালটা বিজেপিকে এবং প্রার্থী প্রিয়াঙ্কাকে একহাত নিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। 

আরও পড়ুন- খারিজ আবেদন, কয়লা-কাণ্ডে রুজিরাকে সশরীরে হাজিরা দিতেই হবে, নির্দেশ আদালতের

ফিরহাদের বক্তব্য, বুথে বুথে সিসিটিভি ফুটেজ রয়েছে, প্রবাসী ভোটার যদি এসে ভোট দেন তাহলে তিনি দিতেই পারেন। যদি কোনও ভোটার সেই নির্দিষ্ট বুথ বা এলাকার ভোটার না হয়, তবে অপরাধ হবে যদি সে এসে ভোট দেয়। কিন্তু এখানে বিজেপি কোনও কিছু না বুঝেই ভুয়ো ভোটার বলে দাবি তুলছে, গণ্ডগোল পাকাচ্ছে। তাঁর কথায়, ভবানীপুরের প্রত্যেক মানুষ এবং ভোটারের মনে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, তারা তাঁকে ঘরের মেয়ে মনে করেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এখানে জিতবেন কিনা সেটা কথা নয়, কত ভোটে জিতবেন সেটা আসল কথা। 

আরও পড়ুন- বুথে লক্ষ্মীর ভাণ্ডারের পোস্টার! কমিশনে গেল বিজেপি

এদিকে, বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, প্রিয়াঙ্কা যা অভিযোগ করছেন পুরোটাই ভুল এবং ভিত্তিহীন। তিনি আদতে নিজেই নিয়ম জানেন না। বুথের মধ্যে নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ করতে নেই সেটা কমিশনের নিয়ম, তা তিনি জানেন। কিন্তু প্রিয়াঙ্কা নিজেই সেটা করছে আর পালটা তাঁদের দিকে আঙুল তুলছেন বলে দাবি করছেন ফিরহাদ। অন্যদিকে, নির্বাচন কমিশন বিজেপি প্রার্থী অভিযোগ খতিয়ে দেখে সব ভিত্তিহীন বলে জানিয়েছে বলে সূত্রের খবর।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *