কলকাতা: স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা থেকে যাতে কেউ বঞ্চিত না হয় সেদিকে নজর রেখেছে কলকাতা কর্পোরেশন ও স্বাস্থ্য দফতর। শনিবার দুপুরে কলকাতার সমস্ত বেসরকারি হাসপাতালের সিইও নিয়ে বৈঠক করলেন প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি৷ এই বৈঠকে ফিরহাদ হাকিম স্বাস্থ্যসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত কোনো রুগী প্রকল্পে তালিকাভুক্ত কোনো হাসপাতালে গেলে যেন কোনোভাবেই চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করার নির্দেশ দেন।
রুগী রেফার করতে হলে কোনো হাসপাতালে ঐ রোগী চিকিৎসা পাবেন তা রুগীর পরিবারকে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলেন। তালিকাভুক্ত প্রতিটি হাসপাতালকে ‘স্বাস্থ্যসাথী কার্ড এক্সেপ্টেড’ লেখা বোর্ড ঝুলিয়ে রাখারও নির্দেশ দেন। কোনো রুগী স্বাস্থ্যসাথী কার্ড আনতে ভুলে গেলে, কার্ড নিয়ে আসার জন্য সেই রুগীর পরিবারকে ন্যূনতম ২৪ ঘন্টা সময় দেওয়ারও নির্দেশ দেন ফিরহাদ হাকিম।
প্রতিটি হাসপাতালে বা নার্সিংহোমে স্বাস্থ্যসাথী প্রকল্পের রুগীদের জন্য বিশেষ ওয়ার্ড করার পরামর্শ দেন তিনি। কোনো জটিল রোগে আক্রান্ত রোগী ছাড়া অন্যান্য রোগীদের যেন ছোট হাসপাতাল বা নার্সিংহোমে চিকিৎসা হয় সেই বিষয়টি সরকার ভেবে দেখছে বলে ফিরহাদ হাকিম জানান। পরে তিনি সাংবাদিকদের বলেন, বৈঠকে উপস্থিত প্রায় সব হাসপাতালই স্বাস্থ্যসাথী প্রকল্পে অন্তৰ্ভুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে। এর জন্য অনেক হাসপাতাল বা নার্সিংহোম পরিকাঠামো উন্নয়নের কাজ করছে। তাদের এই কাজে কলকাতা পুরসভাও সহযোগিতা করতে প্রস্তুত বলে ফিরহাদ হাকিম জানান।