রবিবাসরীয় সকালে প্রচারে ফিরহাদ, বাড়ি বাড়ি ঘুরে সারলেন জনসংযোগ

রবিবাসরীয় সকালে প্রচারে ফিরহাদ, বাড়ি বাড়ি ঘুরে সারলেন জনসংযোগ

fc2107d07acbf0e4aa72c77a837e1c83

কলকাতা:  ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট৷ জোড় কদমে শুরু হয়ে গিয়েছে প্রচার৷ রবিবাসরীয় সকালে ৮২ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরলেন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ পুরভোটের প্রার্থী হয়ে আজ থেকেই প্রচার শুরু করলেন ফিরহাদ৷ সঙ্গে ছিলেন তাঁর মেয়ে ও দলীয় কর্মীরা৷ চেতলা বাজারে জনসংযোগ সারলেন তিনি৷ 

আরও পড়ুন- অস্ত্র হাতে দাপাদাপি, তৃণমূল নেতার গুলি চালানোর ভাইরাল ভিডিয়ো ঘিরে তোলপাড়া মালদা

কলকাতা পুরভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর আজই প্রথম প্রচার শুরু ফিরহাদের৷ তাঁর কথায়, এটা তাঁর নিজের জায়গা৷ তাই পুরভোট নিয়ে তিনি আশাবাদী নন, বরং জয়ের বিষয়ে নিশ্চিত৷ চেতলা বাজারে আসা মানুষের সঙ্গে তিনি কথাবার্তা বলেন৷ চেতলায় নিজের এলাকায় বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন তিনি৷  

গতকাল কলকাতা পুরসভার ৭১ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পাপিয়া সিং-এর সমর্থনে প্রচার করেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র৷ তিনি নিজে পাপিয়ার সমর্থনে দেওয়াল লেখেন। মদন মিত্র বলেন, ‘‘পাপিয়া সবচেয়ে ভালো প্রার্থী। বিধানসভাতে বিজেপি যেটুকু উঠেছিল, পুরসভাতে সেটুকুও নেমে যাবে। কোনও প্রতিপক্ষই তো খুঁজে পাচ্ছি না। খেলা হবে নয় এবার শূন্য হবে। শুভেন্দু অধিকারীর সম্পর্কে যত কম বলা যায়, ততই ভালো। ভবানীপুর ওদের কাছে এখন বিদেশ৷’’ জোড় কদমে তৃণমূলের  প্রচার চলছে অন্যান্য ওয়ার্ডেও৷  ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে বামেরাও৷ কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি বিজেপি৷ প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে গিয়ছে মনোনয়ন জমা দেওয়া৷ মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১ ডিসেম্বর বুধবার৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *