CPIM কর্মীদের সঙ্গে চায়ের আড্ডায় মজলেন ফিরহাদ হাকিম

এখানে রাজনীতি নেই, রেষারেষি নেই

কলকাতা:  দুর্গাপুর ব্রিজের কাছে পাশাপাশি রয়েছে সিপিএমের বুথ অফিস ও তৃণমূলের অফিস৷ সেখানে সিপিএম ও তৃণমূল কর্মীদের নিয়ে চায়ের আসর জমালেন ফিরহাদ হাকিম৷ তাঁর কথায়, এরা পাড়ার ছেলে৷ এখানে রাজনীতি নেই৷ বিজেপি এসে সবটা ঘেঁটে দিচ্ছে৷ মন্তব্য পরিবহণ মন্ত্রীর৷ 

আরও পড়ুন- আঁটোসাঁটো নিরাপত্তায় ভবানীপুর, বুথ-অলিগলিতে চলছে এরিয়া ডমিনেশন

চেতলা সৌজন্যের রাজনীতি৷ সিপিএমের ক্যাম্প অফিসে বামেদের হয়ে যিনি বসেছেন তাঁর নাম মিঠু ঘোষ৷ তিনি বলেন, ফিরহাদ হাকিমের সঙ্গে আমাদের অন্য রকম সম্পর্ক৷ এখানে রাজনীতির লড়াই নেই৷ উনি আমাকে খুব ভালোবাসেন৷ আমিও ওঁকে খুব ভালোবাসি৷ অন্যদিকে ফিরহাদ বলেন, পাড়ার ছেলে সবাই মিলে চা খাচ্ছি৷ ওঁদের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক৷ ওঁর বাবা আর আমার বাবা একসঙ্গে চেতলা বয়েজ স্কুলে পড়ত৷ আমাদের মধ্যে রেষারেষি নেই৷ আমরা একে ইপরের ক্যাম্পের খাওয়ার খাই৷ রাজনীতি যে যাঁর আদর্শে করে৷ এখানে গন্ডোগোল হওয়ার সুযোগ নেই বলে উল্লেখ করেন মিঠু বাবুও৷ ভোট এখানে যেন উৎসব৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 16 =