জামিন পেয়েই ময়দানে ফিরহাদ, জোর টিকাকরণে, থাকলেন ‘টক টু কেএমসি’ অনুষ্ঠানে

জামিন পেয়েই ময়দানে ফিরহাদ, জোর টিকাকরণে, থাকলেন ‘টক টু কেএমসি’ অনুষ্ঠানে

কলকাতা: জামিন পেয়েই কাজে নামলেন ফিরহাদ হাকিম৷ শুক্রবারই নারদ মামলায় অন্তর্বর্তী জামিন পান চার অভিযুক্ত ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়৷ আর কাজে নেমেই টিকাকরণের উপর জোড় দিলেন তিনি৷ চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন ববি হাকিম৷ 

আরও পড়ুন- পরাজিত BJP প্রার্থীদের নিরাপত্তা প্রত্যাহার নিয়ে তুঙ্গে জল্পনা, তীব্র কটাক্ষ তৃণমূলের

শুক্রবার রাতেই ৭৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। শনিবার দুপুরে একটা থেকে দুটো পর্যন্ত ‘টক টু কেএমসি’ অনুষ্ঠানে অংশ নেন তিনি৷ এই অনুষ্ঠানের মাধ্যমে কলকাতার নাগরিকের অভাব অভিযোগ শোনেন ৷ পাশাপাশি শহরে টিকাকরণ কর্মসূচি কী ভাবে চলছে তাও দেখতে বেরিয়ে পড়েন৷ কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও৷ ফিরহাদ হাকিম বলেন, ‘‘ঠিক মতোই কাজ চলছে৷ কাজ কেমন চলছে নিজের চোখে না দেখা পর্যন্ত শান্তি পাচ্ছিলাম না৷’’

পরে সাংবাদিকদের মুখোমুখিও হন ববি হাকিম৷ তিনি বলেন, সকলে যাতে ভ্যাকসিন পায় সেই চেষ্টা করব৷ এছাড়াও শহরের পরিত্যক্ত বাড়িগুলি ভাঙার অনুমতি যাতে পুরসভাগুলি পায়, সে বিষয়ে নির্দিষ্ট আইন তৈরি করার জন্য রাজ্য সরকারকে পরমার্শ দেওয়া হবে বলেও জানান তিনি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *