আলাদা নজর বীরভূমে, পঞ্চায়েতের আগে ব্লকস্তরে বৈঠকে ফিরহাদ

আলাদা নজর বীরভূমে, পঞ্চায়েতের আগে ব্লকস্তরে বৈঠকে ফিরহাদ

77330a05bc03ed14f556b11f9886ee8c

বোলপুর: পুজোর আগেই পঞ্চায়েত নির্বাচন হয়ে যাওয়ার কথা বাংলায়। দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও ইঙ্গিত তেমনই রয়েছে আর তাই সব দলই আঁটঘাট বেঁধে মাঠে নামছে। বাংলার শাসক দল যে এই ক্ষেত্র থেকে বাদ যাবে তা কখনই নয়। বেশ কিছু প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, একাধিক কর্মসূচির কাজ চলছে জেলায় জেলায়। এবার মূলত অনুব্রত মণ্ডলের ‘গড়’ বীরভূমে আলাদা ভাবে নজর দেওয়ার কাজ করছে ঘাসফুল। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক করে ফেলেছেন ফিরহাদ হাকিম বলে জানা গিয়েছে। 

সূত্রের খবর, বোলপুরে কোর কমিটি ও জেলা কমিটির নেতাদের সঙ্গে বৈঠক সেরেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। পর্যবেক্ষক হিসাবে ওই বৈঠকে যোগ দিয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। দলীয় সূত্রে খবর, আগামী ৩০ মে থেকে পঞ্চায়েতের জেলা পরিষদের ও পঞ্চায়েত সমিতির প্রার্থী নিয়ে ব্লকে ব্লকে প্রার্থীদের নাম সংক্রান্ত ইস্যুতে আলোচনা চলবে, তারপরই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হবে। জেলায় জেলায় ‘তৃণমূলে নবজোয়ার’ যাত্রার ফলাফল যাচাই করেও দেখা হবে এই সময়ে। কোথা থেকে কেমন প্রতিক্রিয়া মিলছে সবকিছুই খতিয়ে দেখবে শাসক শিবির।