মীনা দেবীর ব্লাউজ ছেঁড়ার অভিযোগ! ভিডিও ‘প্রমাণ’ চাইলেন ফিরহাদ

মীনা দেবীর ব্লাউজ ছেঁড়ার অভিযোগ! ভিডিও ‘প্রমাণ’ চাইলেন ফিরহাদ

কলকাতা: গতকাল প্রায় সারাদিন ছিল উত্তাপ। পুরভোট নিয়ে উত্তাল ছিল শহর। দফায় দফায় অশান্তি এবং হামলার ঘটনা ঘটেছে। তার মধ্যে বড় অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী মীনা দেবী পুরোহিত। তিনি দাবি করেছিলেন তাঁর শ্লীলতাহানি করা হয়েছে। ব্লাউজ ছিঁড়ে দেওয়া হয়েছে। নিশানা করেছিলেন তৃণমূল কংগ্রেসকে। যদিও প্রথম থেকেই সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আজ আবার এই ইস্যুতে ভিডিও প্রমাণ চাইলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

পুরভোটের দিন বিজেপি প্রার্থী মীনা দেবী জানিয়েছিলেন, ২২ নম্বর ওয়ার্ডে মাহেশ্বরী ভবনের বুথের ১০০ মিটারের মধ্যেই অবৈধ জমায়েত হচ্ছিল৷ প্রতিবাদ করতেই তাঁর উপর হামলা চালানো হয়৷ তিনি বলেন, জমায়েতে বাধা দিতেই ধাক্কাধাক্কি-মারামারি শুরু হয়৷তাঁর পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে৷ এই প্রেক্ষিতেই আজ ফিরহাদ হাকিম বিজেপিকে একহাত নিয়ে বলেন, তাদের কাছে জন সমর্থন নেই। তাই তারা এসব অভিযোগ করছে। তাঁর কথায়, কোনও ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয়। আর মীনা দেবীর ইস্যুতে তিনি ভিডিও প্রমাণ চেয়েছেন।

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছেন যে, উৎসবের মেজাজে মানুষ ভোট দিয়েছেন৷ স্বতঃস্ফূর্তভাবে মানুষ এই উৎসবে সামিল হয়েছেন৷ শান্তিপূর্ণ ভাবে ভোট হয়েছে। পুরভোটে রিগিং ও ছাপ্পা ভোটের যে অভিযোগ বিরোধীরা তুলে আসছেন তা কার্যত উড়িয়ে দেন মুখ্যমন্ত্রী৷ তাঁর কথায়, লড়াই করতে না পেরে ড্রামা করছে বিরোধীরা৷ গতকাল ভোটে দিয়ে তিনি বলেন, ১৪৪টি ওয়ার্ডে ভোট হয়েছে৷ যেখানে যাঁরা লড়াই করতে পারেনি, সেখানেই ড্রামা করেছে৷ দু’একটা বিষয়কে বড় করে দেখানোর চেষ্টা করছে বলেও অভিযোগ জানান মমতা। পাশাপাশি পুলিশকেও দরাজ সার্টিফিকেট দেন তিনি৷ বলেন, পুলিশ ভালোভাবেই দায়িত্ব পালন করেছে৷ ‘কলকাতা পুলিশই বেস্ট পুলিশ৷’ প্রসঙ্গত, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট করাতে আদালতের দ্বারস্থ হয়েছিলে বিজেপি৷ কিন্তু তাঁদের আবেদন খারিজ হয়ে যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − fifteen =