কলকাতা: এবার শুভেন্দু অধিকারীরই বক্তব্যকে তারই কোর্টে ফিরিয়ে দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ বললেন, ‘‘তার মানে ইভিএমে গন্ডগোল আছে শুভেন্দু অধিকারী বলছেন? তাহলে ইভিএম নিয়ে নন্দীগ্রামে অনৈতিকভাবে জিতেছিলেন, শুভেন্দু অধিকারী একথা মেনে নিচ্ছেন তো?’’ একই সঙ্গে ছুঁড়ে দিয়েছেন চ্যালেঞ্জ, ‘‘বিজেপি অফিশিয়ালি বলুক, ইভিএমে গোলমালের কথা৷ আমরা রাজি আছি!’’
ঘটনার সূত্রপাত, সদ্য সমাপ্ত বিধানসভা উপ নির্বাচনে ইভিএম বদলের চাঞ্চল্যকর অভিযোগ সামনে এনেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী৷ প্রসঙ্গত, সদ্য সমাপ্ত চার কেন্দ্রের উপ নির্বাচনের তিনটিতেই জামানত জব্দ হয়েছে বিজেপির৷ এই প্রসঙ্গেই বলতে গিয়ে শুভেন্দু ‘ইভিএম বদলের’ বিস্ফোরক অবিযোগ এনেছেন৷
সেই প্রসঙ্গেই কার্যত দাবার ঘোড়ার চাল চেলে দিয়েছেন ফিরহাদ৷ রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের কালী পুজোর অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন ফিরহাদ৷ সেখানেই এভাবে পাল্টা কৌশল নিয়ে ফিরহাদ বলেন, ‘‘বিজেপি অফিশিয়ালি বলুক, ইভিএমে গোলমালের কথা৷ আমরা রাজি আছি!’’ গেরুয়া শিবির থেকে পাল্টা প্রতিক্রিয়া এখনও আসেনি৷ তবে এনিয়ে যে দু’তরফের বাক্য যুদ্ধ আবারও জমে উঠবে, তা বলাইবাহুল্য- বলছে রাজনৈতিক মহল৷
একুশের ভোটে হটস্পট হয়ে উঠেছিল নন্দীগ্রাম৷ মুখোমুখি লড়াই হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর৷ শুধুপ্রচার পর্ব নয়, গণনার দিন শেষ মুহূর্ত পর্যন্তও দেখা গিয়েছিল হাড্ডাহাড্ডি লড়াই৷ এমনকি নন্দীগ্রাম আসনে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই জয়ী হিসেবে সামনে এসেছিল৷ পরে অবশ্য কমিশন জানায়, পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি৷ তারই জেরে অল্প ভোটের ব্যবধানে জয়ী হন শুভেন্দু৷ ইতিমধ্যে এবিষয়ে আদালতে মামলাও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিষয়টি আদালতের বিচারাধিন৷