‘রাম কা নাম বদনাম না করো’ গানের লাইন তুলে বিজেপি’কে খোঁচা ফিরহাদের

‘রাম কা নাম বদনাম না করো’ গানের লাইন তুলে বিজেপি’কে খোঁচা ফিরহাদের

কলকাতা:  বলিউডি গানের লাইন তুলে বিজেপিকে তুলোধোনা করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ বিখ্যাত গানের লাইন তুলে তিনি বললেন, ‘’দেখো ও দিওয়ানো অ্যায়সা কাম না করো/ রাম কা নাম বদনাম না করো’’। তাঁর কথায়, রামকে বদনাম করছে বিজেপি৷ 

আরও পড়ুন- লক্ষ্য মমতার হ্যাটট্রিক! এবার গঙ্গাবক্ষে মহাযজ্ঞের আয়োজন করল তৃণমূল

মঙ্গলবার বিধাননগরে বেশ কিছু প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন পুরমন্ত্রী৷ ওই অনুষ্ঠান মঞ্চ থেকেই নিশানা করেন গেরুয়া শিবিরকে৷ আক্রমণের তির ছোড়েন গানের বুলিতে৷ তিনি বলেন, ওঁরা যা করছে তা দেখার পর বলতে বাধ্য হচ্ছি রামের নাম বদনাম করা হচ্ছে৷  

এর আগে নেতাজির জন্মদিন উপলক্ষে ভিক্টোরিয়ায় অনুষ্ঠানের আয়োজন করেছিল কেন্দ্র৷ ওই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু তিনি মঞ্চে উঠতেই জয় শ্রী রাম ধ্বনি ওঠে৷ এই ঘটনার পরই মেজাজ হারিয়ে মঞ্চ ছাড়েন মমতা৷ তিনি বলেন, ‘‘এটা সরকারি অনুষ্ঠান৷ কিন্তু এই ভাবে আমন্ত্রণ জানিয়ে অপমান করার মানে হয় না৷’’  

গত ৬ ফেব্রুয়ারি বিজেপি’র রথযাত্রার সূচনা করতে রাজ্যে এসেছিলেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷ সেই সময় নবদ্বীপের জনসভা থেকে প্রবল আক্রমণ শানিয়ে তিনি বলেছিলেন, মমতাদি যেখানেই যাচ্ছেন সেখানেই জয় শ্রীরাম ধ্বনি উঠছে৷ জয় শ্রীরাম ধ্বনিতে মুখ্যমন্ত্রীর মেজাজ হারানোকে কটাক্ষ করে নাড্ডা বলেছিলেন, ‘‘আপনি যেখানেই যাচ্ছেন, সেখানেই জয় শ্রীরাম ধ্বনি উঠছে৷ মমতাদি এত রাগ হচ্ছে কেন? কৃষকের সেবা করলে এই দিন দেখতে হত না৷’

আরও পড়ুন- থমকে যাবে রাজধানীর রাজপথ! ফের ধর্মঘট! কবে? কখন? জেনে নিন বিস্তারিত

প্রসঙ্গত, আগামীকাল বিজেপি’র রথের দড়িতে টান দিতে বঙ্গে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ৷ কোচবিহারের রাসমেলা ময়দান থেকে উত্তরবঙ্গে পরিবর্তন যাত্রার সূচনা করবেন তিনি৷ জানা গিয়েছে, এই দিন কোচবিহার শহরে ঢোকার মুখে বিভিন্ন রাস্তায় শিবির করবে যুব তৃণমূল৷ ছাত্র যুব ও মহিলা সংগঠনের সদস্যরা গান্ধীমূর্তির পাদদেশে কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভে বসবেন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + thirteen =