‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পে নয়া ঘোষণা ফিরহাদ হাকিমের! জানুন বিস্তারিত

‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পে নয়া ঘোষণা ফিরহাদ হাকিমের! জানুন বিস্তারিত

27932c64075846c67c86a090e25cd1d4

কলকাতা: রাজ্য সরকারের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পে নতুন গতি আনার লক্ষ্যে এবার নতুন পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। সাংবাদিক বৈঠকে রাজ্য পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুর প্রশাসকবোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘‘শহরের যেসমস্ত হাসপাতাল ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পে রোগীদের চিকিৎসার জন্য শয্যার সংখ্যা বাড়াবে, সেই সব হাসপাতালগুলিকে সম্প্রসারণ বা নতুন নির্মাণের ক্ষেত্রে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় দেওয়া হবে৷”  কলকাতা পুরভবনে শুক্রবার শ্রমমন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে এক বৈঠকের পর ফিরহাদ হাকিম এই কথা ঘোষণা করেন। এদিন রাজ্যে কর্মসংস্থান ও বানিজ্যিক প্রসারের দিকে নজর দিয়ে তিনি আরও বলেন, “আরো নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যে শহরে বাণিজ্যিক ভবনগুলির সম্প্রসারণ ও নতুন নির্মাণের ক্ষেত্রেও অতিরিক্ত ১০ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷”

পাশাপাশি ওই বৈঠকে এও সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এবার থেকে রাজ্যে পুর এলাকায় কোনো ব্যবসায়ীকে ‘ট্রেড লাইসেন্স ও শপস এন্ড এস্টাব্লিশমেন্ট’ আইনে নাম নথিভুক্তকরণের জন্য আলাদা ভাবে কোনো আবেদন করার প্রয়োজন পড়বে না। এই প্রসঙ্গে রাজ্যের ব্যবসায়ীদেই সুবিধার্থে এবং রাজ্যে ব্যবসার সরলীকরণের জন্য রাজ্য পুর ও নগর উন্নয়ন দফতর দুটি ক্ষেত্রে আবেদনের জন্য অনলাইনে কমন এপ্লিকেশন ফর্ম চালু করেছে। দুটি ক্ষেত্রে আবেদনের নির্ধারিত ফি’ও একসঙ্গে নেওয়া হবে বলে এদিন জানালেন রাজ্য পুর ও নগর নিগম মন্ত্রী ফিরহাদ হাকিম।

এছাড়াও এই যৌথ বৈঠকে ঘোষণা করা হয়, এবার থেকে রাজ্যের প্রতিটি পুর-এলাকায় বিভিন্ন পরিষেবার জন্য অনলাইনে আবেদন করা যাবে। এর মধ্যে রাস্তা কাটা, রাস্তায় নির্মাণ, দ্রব্য ফেলে রাখার জন্য অনুমোদন, বিজ্ঞাপণের লাইসেন্স, মোবাইল টাওয়ার বসানো ও চলচ্চিত্র বা ধারাবাহিকের শুটিংয়ের জন্য অনুমতি অনলাইনেই দেওয়া হবে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী জানিয়েছেন। শুক্রবার মলয় ঘটকের উপস্থিতিতে এই বৈঠক ও ঘোষণার পর এই অনলাইন ব্যবস্থার সূচনা করেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্য সরকারের এই পদক্ষেপ গ্রহণের ফলে রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে নতুন গতি পাবার আশা রাখছে রাজ্য সরকার, এমনটাই জানিয়েছেন উপস্থিত রাজ্যের দুই মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *