বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইঞ্জিনিয়ারের মৃত্যুতে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ, তদন্ত কমিটির নির্দেশ ফিরহাদের

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইঞ্জিনিয়ারের মৃত্যুতে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ, তদন্ত কমিটির নির্দেশ ফিরহাদের

কলকাতা:  গতকাল দুপুর থেকে টানা বৃষ্টিতে জল জমে গিয়েছিল রাস্তায়৷ রাজভবনের সামনে সেই জমা জলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় অফিস ফেরত এক ইঞ্জিনিয়ারের৷ এই ঘটনায় এবার তদন্ত কমিটি গঠনে নির্দেশ দিলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। পাশাপাশি মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছে রাজ্য সরকার৷

আরও পড়ুন- জিতেও ইস্তফা দিলেন দুই BJP বিধায়ক নিথীশ-জগন্নাথ, আস্থা সাংসদ পদেই

অন্যদিকে, এই ঘটনা থানায় অনিচ্ছাকৃত খুনের ঘটনা দায়ের করেছেন মৃত ইঞ্জিনিয়র ঋষভ মণ্ডলের পরিবার৷ অভিযোগ, রাজভবনের  নর্থ গেটের সামনে ল্যাম্পপোস্ট থেকে যে তার ঝুলছিল, তাতে হুকিং করা হয়েছিল৷ ওই তার জলে পড়ে থাকার জেরেই বিদ্যুৎস্পৃষ্ট হন  হিন্দুস্তান পেট্রোলিয়ামে কর্মরত ঋষভ৷ তারের সংস্পর্শে আসতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জলের মধ্যে মুখ থুবড়ে পড়ে যান তিনি৷ তার উপর ৪৫ মিনিট পর সেখানে এসে পৌঁছয় দমকল ও পুলিশ৷ ফলে ঋষভকে বাঁচানো সম্ভব হয়নি৷ 

এই ঘটনার পরেই বেআইনি হুকিং বন্ধ করতে পুলিশকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিম৷ যদিও মঙ্গলবারের ঘটনায় বেআইনি হুকিংয়ের দায় এড়িয়ে গিয়েছে সিইএসসি৷ তাঁদের পাল্টা দাবি, জলের মধ্যে কোনও তার ছিড়ে পড়েনি৷ এমনকী বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কথাও অস্বীকার করেছে তারা৷ যদিও ঋষভ মণ্ডলের মৃত্যুর কারণ খুঁজে বার করতে এফআইআর করা নির্দেশ দিয়েছেন ববি হাকিম৷ 

জানা গিয়েছে, অফিস থেকে ফেরার সময় রাজভবনের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হন ঋষভ৷ তাঁর মৃত্যুর খবর শোকের ছায়া নেমে আসে ফারাক্কায় তাঁর পরিবারের উপরে৷ মঙ্গলবার দুপুর থেকেই মুষলধারে বৃষ্টিতে ভাসে শহর কলকাতা৷ বিকেলে সেই জল ঠেলেই বাড়ি ফিরছিলেন ঋষভ৷ সেই সময়েই রাজভবনের সামনে থাকা ল্যাম্পপোস্ট ছুঁতেই বিপত্তি৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাস্তায় পড়ে যান তিনি৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + four =