রায়গঞ্জ: রায়গঞ্জে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যবসায়ীর থেকে মুরগি লুঠের চেষ্টা। হাতেনাতে ধরা পড়ে অভিযুক্ত যুবককে গণপিটুনি উত্তেজিত জনতার। উদ্ধার হয়েছে একটি পাইপগান ও এক রাউন্ড গুলি।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জের গইতোর গ্রামে পোলট্রি ফার্ম রয়েছে থানীয় বাসিন্দার বিমল মোদকের। অভিযোগ, বুধবার দুপুরে বিপ্লব বর্মণ নামের এক যুবক বিমলের কাছে গিয়ে ২টি মুরগি চান। অর্ডার থাকায় তাঁকে পরের দিন দেবেন বলে জানান বিমল। এরপরই আগ্নেয়াস্ত্র বের করে বিপ্লবকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন বিপ্লব। পোলট্রি ফার্মের মালিকের চিৎকারে স্থানীয়রা জড়ো হন। বিপ্লবকে ধরে গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ। যদিও আগ্নেয়াস্ত্রটি তাঁর নয় বলে দাবি করেছেন অভিযুক্ত। ঘটনার পরে রায়গঞ্জ থানার পুলিস গিয়ে অস্ত্র সহ উদ্ধার করে বিপ্লবকে। চিকিৎসার জন্য তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করছে পুলিস।