মালদহ: এবার শাসকদলের এক নেতার গাড়ি থেকে উদ্ধার হল একাধিক আগ্নেয়াস্ত্র ও প্রায় ৫০ টি হাঁসুয়া (ধারালো অস্ত্র)। আটক করা হয়েছে তার গাড়িটিও। ঘটনাটি মালদহ জেলার বৈষ্ণবনগর থানা এলাকার। গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক-৩ নম্বর ব্লক অফিসের পেছন থেকে অস্ত্র বোঝাই গাড়িটি উদ্ধার করে পুলিশ।
অভিযুক্ত ওই তৃণমূল নেতা স্থানীয় কালিয়াচক-৩ নম্বর পঞ্চায়েত সমিতির আকন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল সদস্যার স্বামী বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রের খবর: অভিযুক্ত ওই তৃণমূল নেতার নাম তরুণ ঘোষ৷ তার স্ত্রী নিরুপমা মণ্ডল ঘোষ পঞ্চায়েত সমিতির সদস্যা। আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ হাঁসুয়া উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বৈষ্ণবনগর এলাকায়৷
ঘটনার পর থেকেই অভিযুক্ত ওই তৃণমূল নেতা গা ঢাকা দেন বলে খবর। পুলিশ তার খোঁজ করছে। ঠিক কী কারণে ওই তৃণমূল নেতার গাড়িতে অত অস্ত্র মজুত করা ছিল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। গাড়ির রেজিস্ট্রেশনে ওই নেতার নামে থাকায় সন্দেহের তির তার দিকেই উঠেছে। যদিও তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন। এদিকে এই ঘটনার পর ফের শাসক দলের দিকে অভিযোগের আঙুল তুলেছে প্রধান বিরোধী দল বিজেপি।
বিজেপির দাবি, ‘‘এউই ঘটনা থেকেই স্পষ্ট৷ বাংলায় কারা হিংসা ছড়াতে চাইছে৷ পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করলে নিশ্চয়ই প্রকৃত রহস্য সামনে আসবে৷’’ বিষয়টি প্রকাশ্যে আসতে এলাকার রাজনৈতিক মহলে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য৷ যদিও এবিষয়ে শাসকদলের কোনও নেতার প্রতিক্রিয়া মেলেনি৷