রাজভবনের অদূরে বহুতলে বিধ্বংসী আগুন! রাস্তায় বেরিয়ে এলেন রাজ্যপাল, করলেন তদারকি

রাজভবনের অদূরে বহুতলে বিধ্বংসী আগুন! রাস্তায় বেরিয়ে এলেন রাজ্যপাল, করলেন তদারকি

 কলকাতা: রাজভবনের অদূরে ভয়াবহ অগ্নিকাণ্ড। বিবাদী বাগ চত্বরে টেলিফোন ভবনের কাছে থাকা একটি বহুতলে আগুন লেগেছে৷ কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে গোটা এলাকা। দাউ দাউ করে জ্বলছে শরাফ হাউজের উপরের তলটি। আগুন লাগার খবর পেয়েই উঠোনে বেরিয়ে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ সাদা টি শার্ট গায়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে৷ এর পর নিজেউ আগুন নেভানোর কাজে তদারকি শুরু করেন৷ 

টেলিফোন ভবনের পিছনে শরাফ হাউস নামে ওই বহুতলে রয়েছে বেশ কিছু অফিস। এর মধ্যে রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের দফতরও। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ওই ব্যাঙ্কের ক্যান্টিন থেকেই আগুন লেগেছে। আগুন লাগার আগে বহুতল থেকে একটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলেই জানান  স্থানীয়রা। তার পরেই দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে শরাফ হাউসের উপরের বেশ কয়েকটি তলে।

এদিকে, আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের অন্তত দশটি ইঞ্জিন৷ তবে সূত্রের খবর, নীচ থেকে হোস পাইপের মাধ্যমে জল উপরে না পৌঁছানোয় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকলবাহিনীকে৷ খবর পেয়েই অকুস্থলে পৌঁছন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি বলেন, ‘‘ওই বহুতলের ভিতরে কেউ আটকে নেই। তবে একজন রক্ষী সামান্য আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে।’’ একই সঙ্গে কমিশনার জানান, শরাফ হাউজ থেকে আগুন যাতে আশপাশের বহুতলগুলিতে ছড়িয়ে না পড়ে সে দিকে নজর রাখা হচ্ছে৷ কারণ, এই বহুতলের আশেপাশের এলাকা কিছুটা ঘিঞ্জি৷ 

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন স্থানীয় কাউন্সিলর সন্তোষ পাঠক। এদিকে, রাজ্যপাল বোসকে রাস্তায় দাঁড়িয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলতে দেখা যায়। তাঁর পোশাক দেখে স্পষ্ট, আগুন লাগার খবর পেয়েই তিনি বাড়ির পোশাকে কোনওমতে রাজভবনের সামনের রাস্তায় বেরিয়ে এসেছেন। এরপর রাজভবনের কাছে দাঁড়িয়েই ডিজির সঙ্গে ফোনে কথা বলেন তিনি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *